“আমার কাছে বিনোদিনী একটাই, সেটা রুক্মিণী”- শুভশ্রী সৃজিতের ‘বিনোদিনী’ সাজতেই মহিবিরক্ত দেব

টলি (Tollywood) পাড়ার জোর গুঞ্জন, সমালোচকদের চর্চায় রয়েছে দেব-শুভশ্রী। বর্তমানে রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী: এক নারীর আত্মকথা’ সিনেমা ভালোই হলমুখী করেছে দর্শকদের। অভিনেত্রীর অনবদ্য অভিনয় ইতিমধ্যে অনেক বাংলা সিনেমা প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু, এই সবকিছুর মাঝেই সবথেকে উল্লেখযোগ্য বিষয় রুক্মিণী (Rukmini Maitra) বনাম শুভশ্রীর অদৃশ্য টক্কর যা হয়তো কেউই দেখতে পাচ্ছে না কিন্তু আন্দাজ করতে পারছে ঠিকই।

রুক্মিণীর বিনোদিনীর জন্য প্রমোশন থেকে প্রেস মিট কোনো কিছুতেই খামতি রাখেননি অভিনেতা দেব। সবকিছুতেই অভিনেত্রীর পাশে থেকেছে সহ প্রযোজক দেব। আর রুক্মিণী অভিনীত এই সিনেমা রিলিজ করার সঙ্গে সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন বিনোদিনী চরিত্র নিয়ে তিনিও আসতে চলেছেন বড়ো পর্দায়। আসন্ন দিনের সৃজিত পরিচালিত ছবির নাম হবে ‘লৌহ গৌরাঙ্গের নাম রে’।

টেক্কা ছবির পরিচালক সৃজিত জানিয়েছেন তাঁর সিনেমার মুখ্য চরিত্রের অভিনেত্রী বদলে যাচ্ছেন। প্রিয়াঙ্কার বদলে আসছে শুভশ্রী, যিনি কিনা দেবের প্রাক্তন। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই সমালোচক সহ বাংলার দর্শকদের মনে একটাই প্রশ্ন, বিনোদিনী হিসেবে দেব কাকে এগিয়ে রাখবে? রুক্মিণী নাকি শুভশ্রীকে? এই প্রশ্নের উত্তরে দেব সাফ জানিয়ে দেয় “আমার কাছে বিনোদিনী একটাই”।

দেবের কাছে এক বিনোদিনী বর্তমান, তো আরকেজন প্রাক্তন। কিন্তু, এই বিষয়ে কোনোকিছুই বক্তব্য রাখতে চায় না রুক্মিণীর ‘চ্যাম্প’। বাংলা সিনেমা জগতে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘এই রাত তোমার আমার’-এর স্ক্রিনিংয়ে দেব এই বিষয় নিয়ে বলেন, “আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানি না”।

আরও পড়ুনঃ ফুটপাতে বিক্রির দিন শেষ! এবার শহর কলকাতায় নতুন রেস্তোরাঁ খুলছেন রাজুদা! ভ্যালেন্টাইন্স ডে-র আগেই সুখবর শোনালেন তিনি

অন্যদিকে, সৃজিতের এই সিনেমা নিয়ে প্রযোজক রানা সরকার জানিয়েছেন, “প্রিয়াঙ্কাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল। তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন”। এমনকি শোনা যাচ্ছে সৃজিতের সঙ্গে এই সিনেমা তৈরীতে সঙ্গ দেবে পরমব্রত চট্টোপাধ্যায়।