নয় বছর পর ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী! এবার কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব (Dev)শুভশ্রী গাঙ্গুলী(Subhasree Ganguly) , যাঁদের অনস্ক্রিন রসায়ন একসময় বক্স অফিস কাঁপিয়েছে। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-র মতো একের পর এক হিট ছবির মাধ্যমে তাঁদের জুটি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। শুধু সিনেমাতেই নয়, তাঁদের অফ-স্ক্রিন রসায়ন নিয়েও কম চর্চা হয়নি। একটা সময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বহু জল্পনা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের পথ আলাদা হয়ে যায়, এবং এরপর শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি দেব-শুভশ্রীকে। একসঙ্গে কাজ করবেন না বলেও ঘোষণা করেছিলেন দু’জনেই। কিন্তু সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, এবং সঙ্গে বদলেছে তাঁদের সিদ্ধান্তও। ‘ধূমকেতু’ (Dhoomketu) সেই ছবিগুলোর একটি, যা দর্শকদের কাছে শুধু সিনেমা নয়, বরং নস্টালজিয়ার অংশ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন আটকে থাকা এই সিনেমা অবশেষে মুক্তির আলো দেখবে কিনা, তা নিয়েই এখন চলছে চর্চা। ২০১৬ সালে নির্মিত ‘ধূমকেতু’ নানা কারণে আটকে ছিল এতদিন। দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সমীকরণ থেকে শুরু করে প্রযোজনা সমস্যার জেরে ছবিটি রিলিজের মুখ দেখেনি।

actor

কৌশিক গঙ্গোপাধ্যায় এর হাত ধরে বিচ্ছেদের পরেও বড় পর্দায় ফিরবেন বলে জানা গিয়েছিল দেব- শুভশ্রী। সেই সময় উত্তরবঙ্গে শুটিং ও জোর কদমে চলেছিল ডাবিং ও নাকি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভক্তদের একপ্রকার নিরাশ করে এই ছবি আজও অদেখাই রয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক কিছু সূত্র বলছে, অবশেষে মুক্তি পেতে পারে ‘ধূমকেতু’। প্রসঙ্গত রানা ও দেবের সম্পর্ক এই ঘটনার পর বেশ ক্ষতিগ্রস্ত হয় এরপর আর কখনোই রানা সরকারের হয়ে কাজ করেননি দেব।

আরও পড়ুনঃ ৭৫ মেতেছেন নতুন প্রেমে, দেহদান নয়, মৃত্যুর পর কবরে যাওয়ার ইচ্ছে প্রকাশ কবীর সুমনের

এরই মাঝে আরো জল্পনা তুঙ্গে ওঠে যখন প্রযোজক ‘রানা সরকারে’র সঙ্গে ছবি শেয়ার করে ‘দেব’ লেখেন, ‘এবার ভাল কিছুই হবে এমনটাই আশা করা যাচ্ছে।’ এর আগেও রানা সরকার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন ‘খাদান ও সন্তান’ এই দুই সিনেমায় যদি সুপারহিট হয় তাহলে তিনি ধূমকেতু রিলিজ করবেন। যদি সত্যিই এই সিনেমা বড় পর্দায় আসে, তাহলে সেটা নস্টালজিয়ার বড় ধাক্কা হতে চলেছে ভক্তদের জন্য। যদিও এই বিষয়ে দেব বা শুভশ্রীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন উঠেছে, এই ছবির রিলিজ নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেব বর্তমানে ‘রঘুদাকাত’ ও অন্যান্য রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে শুভশ্রীও নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন সামলাচ্ছেন। তবুও, তাঁদের পুরনো সিনেমা মুক্তি পাওয়ার খবরে ভক্তরা উচ্ছ্বসিত। দর্শকদের আবেগের কথা মাথায় রেখে এবার নির্মাতারাও হয়তো ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন। অবশেষে কি এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে? দেব-শুভশ্রীর কেমিস্ট্রি কি আবার বড় পর্দায় দেখা যাবে? আপাতত অপেক্ষায় থাকতেই হবে দর্শকদের!