৭৫ মেতেছেন নতুন প্রেমে, দেহদান নয়, মৃত্যুর পর কবরে যাওয়ার ইচ্ছে প্রকাশ কবীর সুমনের

কেটে গিয়েছে প্রেমের মাস, তবে তাঁর থেকে প্রেম কখনোই দূরে যায়নি। কথা হচ্ছে কবীর সুমনের (Kabir Suman)। টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় মুখ। ৭৫-এও প্রেমে মেতে রয়েছেন বর্ষীয়ান এই শিল্পী। প্রেমের মাস ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছেন, প্রেমে আছেন তিনি।

তবে, মাস ঘুরতে না ঘুরতেই ‘কবিয়াল’-এর মাথায় চেপেছে মৃত্যু চিন্তা, এমনটাই জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আগামী ১৬ই মার্চ কবীর সুমনের জন্মদিন আর তার আগেই সমাজ মাধ্যমে নিয়ে লিখলেন, “কিছু কাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত”।

Kabir Suman

এই বিষয়ে আলোচনা করতে গিয়ে গায়ক বললেন, লোকেদের এই নিয়ে এত মাথাব্যথা কেন? পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করলেন সংবাদ মাধ্যমকে। তিনি আরও বললেন, “আমার দেহ, আমার ইচ্ছে, আমার সিদ্ধান্ত! ২০২১-এ ঠিক করেছিলাম মরণোত্তর দেহদান করব। এখন মনে হচ্ছে, দরিদ্র মুসলিমদের মতোই গোবরায় আমার শেষকৃত্য সম্পন্ন হবে। মাটির বিছানায় শেষ ঘুম ঘুমোব”।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বড় ওলট-পালট! টানা সপ্তম সপ্তাহ টিআরপি শীর্ষে পরিণীতা, শেষ হয়ে ছক্কা হাঁকালো নিম ফুল

যার কন্ঠে শ্রোতারা শোনেন জীবনের গান, আজ সেই গায়কই মৃত্যু নিয়ে চিন্তিত। কিন্তু কেন? এই চিন্তা তার মাথায় এসেছে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, “বয়স বাড়ছে, বাড়ছে অসুস্থতাও। যে কোনও সময় মৃত্যু আসবে। তাই আগাম জানিয়ে রাখলাম”। অন্যদিকে আবার বর্তমানে চলছে রোজার মাস। সামনেই খুশির ঈদ। গায়ক নিয়ম মাফিক রোজা পালন করছে কিনা জিজ্ঞাসা করাতে বললেন, “আমি রোজা রাখিনি। নানা অসুস্থতায় কাবু আমি। রোজা রাখলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়ব”। গায়কের দাবি, যারা অসুস্থ তাদের রোজা রাখা মানা রয়েছে কোরানে। কেবল সেই নির্দেশই পালন করছেন বাংলার কবিয়াল।

You cannot copy content of this page