টলিউডে সম্প্রতি ফের নতুন করে শুরু হয়েছে এক বিতর্ক, যার কেন্দ্রবিন্দুতে অভিনেতা তথা সাংসদ দেব (Dev) এবং তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। অভিযোগ উঠেছে, প্রেক্ষাগৃহে প্রদর্শন-সময় নিয়ে নাকি অন্য ছবির তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছে এই ছবি। বিষয়টি নিয়ে প্রথম সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “প্রভাবশালী” একটি ছবি নাকি শুরু থেকেই একাধিক হলে বাড়তি সুযোগ পাচ্ছে, যার ফলে ‘রক্তবীজ ২’–এর মতো জনপ্রিয় ছবিকেও প্রায় কোণঠাসা করা হয়েছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই আগুন জ্বলে ওঠে টলিপাড়ায়।
এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন কুণাল ঘোষ নিজেই ‘রঘু ডাকাত’ নিয়ে রিভিউ দেন, আর সেই রিভিউ ঘিরে আবার নতুন করে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়। দেব ঘনিষ্ঠ প্রযোজক রানা সরকার প্রকাশ্যে কুণালের মন্তব্যের বিরোধিতা করেন। অন্যদিকে কুণাল আবার বলেন, “ছবি মুক্তির আগে যদি সবাই সমান সুযোগ পায়, তবে পরের বিচার দর্শকের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয়।” ধীরে ধীরে এই ছবি নিয়ে বিতর্ক রাজনীতির ক্ষেত্রেও ঢুকে পড়ে, ফলে দেবকেও শেষমেশ মুখ খুলতে হয়।
এদিন দেব জানিয়েছেন, এই পুরো বিষয় নিয়ে তাঁর কোনও ব্যক্তিগত ক্ষোভ নেই। তিনি বলেন, “আমি তখন কিছুই মনে করিনি, কারণ আমার লক্ষ্য ছিল বাংলা ছবিকে দেশজুড়ে পৌঁছে দেওয়া।” তাঁর কথায়, কুণাল বা অন্য কেউ কী বলছেন, সেটা নিয়ে তিনি মাথা ঘামাতে চান না, কারণ তাঁদের ভাবনা হয়তো তাঁর স্বপ্নের সঙ্গে মিলছে না। দেব আরও জানান, মুখ্যমন্ত্রী নিজেও তাঁকে ফোন করে বলেছেন, “আমরা এসবের মধ্যে নেই।” দেব নিজেও তাঁকে বলেছেন, ছোটখাটো বিষয়ে বিরক্ত করতে চান না।
অভিনেতা আরও খোলাখুলি জানান, তাঁর সাফল্যই আজ কিছু মানুষের চোখে কাঁটার মতো লাগছে। তাঁর অভিযোগ, “আমার বিরুদ্ধে টাকা দিয়ে মিথ্যে প্রচার করানো হচ্ছে। ১০০রও বেশি লোককে টাকা খাইয়ে আমার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে!” এমনকি, কলকাতায় ছবির প্রথম শো শুরু হওয়ার আগেই নাকি কেউ কেউ রিভিউ লিখে ফেলেছেন— যা দেবের মতে “অবিশ্বাস্য”। তিনি বলেন, “এত নেগেটিভ আক্রমণ আগে কোনও ছবিকে ঘিরে দেখিনি। বুঝতে পারছি, আমার সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না।”
আরও পড়ুনঃ ‘মেনে নেওয়ার ধৈর্য বাড়ুক…’, শোভনের সঙ্গে বিয়ের পরে নিয়মের বেড়াজালে কি ধৈর্যহারা হয়ে পড়েছেন সোহিনী?
তাঁর মায়ের এক কথাও উল্লেখ করেন দেব— “চারিদিকে শত্রু বাড়লে বুঝতে হবে তুমি ঠিক পথে এগোচ্ছ।” সবশেষে দেব পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি বিতর্কে না জড়িয়ে নিজের কাজেই মন দিতে চান। তাঁর ভাষায়, “আমি রাগ বা অভিমান কাউকে নিয়ে রাখি না। আমি খুব বেশি নেগেটিভিটি এন্টারটেইন করি না।” রাজনীতি প্রসঙ্গেও তিনি বলেন, “আমি আন্তরিকভাবে কাজ করি, কিন্তু সব তো আমার হাতে নেই।” এই মন্তব্যে স্পষ্ট, দেব এখন আর নিজের সাফল্যের পথে কোনও বিরোধ বা সমালোচনা নিয়ে মাথা ঘামাতে চান না— কারণ তাঁর একটাই লক্ষ্য, বাংলা ছবিকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া।