মানবিক দেব! এক টাকাও রাখলেন না নিজের কাছে! ‘রঘু ডাকাত’ ইভেন্টের সব টাকা ফেডারেশনের হাতে তুলে দিলেন মেগাস্টার, মুগ্ধ টলিউড

জনপ্রিয় অভিনেতা দেব শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও নায়ক। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক এবং রাজনীতিবিদ হিসেবেও সফল। কিন্তু মানুষ হিসেবে তাঁর মানবিক দিকটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বারবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তা নয়—মানুষ হওয়াটাই আসল পরিচয়।

সম্প্রতি ফেডারেশনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। সেখানেই তিনি ঘোষণা করেন, ‘রঘু ডাকাত’ ইভেন্ট থেকে যে টাকা উপার্জন হয়েছে, তার এক টাকাও তিনি নিজের কাছে রাখবেন না। মঞ্চেই তিনি বলেন, সমস্ত অর্থ ফেডারেশনের হাতে তুলে দেবেন। উপস্থিত সকলেই করতালিতে ভরে দেন মঞ্চ, দেবের এই মানবিক সিদ্ধান্তে চোখ ভিজে যায় অনেকের।

কথার কথা নয়, কাজেও প্রমাণ করলেন দেব। নিজের হাতে ৪ লাখ ১৭৭ টাকা ফেডারেশনের হাতে তুলে দেন তিনি। ৪৯ টাকা প্রতি টিকিটের হিসাবে যে টাকা উঠেছিল, তার পুরোটাই দিয়ে দিলেন ইন্ডাস্ট্রির স্বার্থে। এই উদার মানসিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে, এমনটাই মত দেবপ্রেমীদের।

অনুষ্ঠানে সহকর্মী কুণাল ঘোষের সঙ্গেও দেখা গেল সৌহার্দ্যের দৃশ্য। বহুদিনের মনোমালিন্য ভুলে দেব কুণালের প্রশংসা করে বলেন, ‘দারুন অভিনয় করছেন কুনালদা।’ দেবের কথায় সবাই হাসিতে ফেটে পড়ে, আর কুণাল ঘোষ মজার ছলে বলেন, ‘পিছনে লাগতে গেলেও একটা ভালো পিছন দরকার হয়।’

আরও পড়ুনঃ “বাই দ্যা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি!”, একাধিক নারীর পাশাপাশি অভিনেত্রীদেরও ইনবক্সে একই বার্তা ঋজুর! “অনেকদিন কাজ না পেয়ে মানসিক ভা’র’সা’ম্য হারিয়েছে!” ” সব নারীকে একই প্রশংসাটা অস্বস্তিকর বিষয়!”, কটাক্ষ নেটিজেনদের!

শেষে কুণাল ঘোষও দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে আগেও যেমন দাদাভাইয়ের মতো সম্পর্ক ছিল, এখনও আছে এবং থাকবে।’ দুই তারকার এই মধুর মুহূর্তে দর্শকরাও আপ্লুত হন। টলিউডের আকাশে আবারও দেখা গেল বন্ধুত্ব, ভালোবাসা আর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত—যার কেন্দ্রে দেব।