বিনোদন জগৎ যতটাই উজ্জ্বল, গ্ল্যামার ও আকর্ষণীয় হোক না কেন, এর অন্তরালে ঝামেলা, বিতর্ক, সম্পর্কের টানাপোড়েন যেন নিত্যসঙ্গী। একদিকে বড় পর্দায় বন্ধুত্ব ও পেশাদারিত্বের গল্প, অন্যদিকে ব্যক্তিগত মতভেদ, রাজনীতি কিংবা বক্তব্য নিয়ে তৈরি হয় উত্তেজনা। আর ঠিক সেই রকমই এক পরিস্থিতির জন্ম হয়েছে সম্প্রতি অভিনেতা দেব ও কুনাল ঘোষকে ঘিরে।
সম্প্রতি দেবকে ঘিরে কুনাল ঘোষের মন্তব্য টলিপাড়ায় শুরু হয়েছে চর্চা। অনেকেই বলছেন, কুনালের বক্তব্যে তাঁর রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত আছে। তবে এবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিবিদ দেব। স্পষ্ট জানালেন, ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে তিনি সবসময় স্পষ্ট সীমারেখা টেনে চলেন।
দেব বলেন, “আমার ব্রাত্য বসুর সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। কুনাল ঘোষের সঙ্গেও আমার সম্পর্ক ভালো।” পাশাপাশি তিনি জানান, এই বছর তাঁর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচারে কুনাল ঘোষের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা পেয়েছিলেন। সেই প্রচেষ্টা তিনি আজও কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখেন।
নিজের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা রঘু ডাকাত নিয়ে দেব বলেন, “ছবিটা রিলিজের আগে অনেক কথা হয়েছে, কিন্তু এখন দর্শকরা ছবিটাকে ভালোবাসছেন। আমার মনে হয়, এমন মুভি আরও পাঁচটা হলেও ইন্ডাস্ট্রি অনেক এগোবে।” তাঁর মতে, এ ধরনের সাহসী কনটেন্টই বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ “আমাদের ইন্ডাস্ট্রিতে রে’প হয় না, কিন্তু শরীর দিয়েও সুযোগ আসে”— টলিউডের অ’ন্ধকার দিক ফাঁস করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়! কাস্টিং কাউচ এবং প্রযোজকের কু’প্রস্তাব ও সম্মান বাঁচানোর লড়াই নিয়ে বি’স্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রীর!
প্রজাপতি ২-এ মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করার প্রসঙ্গে দেব জানান, তিনি কখনও রাজনীতি দেখে কাউকে বাছেন না। অভিনেতা জানিয়েছেন “আমি অভিনেতা দেখি, পার্টি নয়। কিশমিশে যেমন জুন মালিয়াকে নিয়েছিলাম, এখানেও তেমনই যোগ্যতাকেই প্রাধান্য দিই।” দেব আরও বলেন, রাজনীতি আর সিনেমা— এই দুই ক্ষেত্রকে তিনি সবসময় আলাদা রাখতে চান, কারণ তাঁর কাছে শিল্পই বড়, মতবাদ নয়।