ন’বছর আটকে থাকা ছবি মুক্তির পর বক্স অফিস কাঁপাল ‘ধূমকেতু’, তার মাঝেই দেবকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে চমক দিলেন শুভশ্রী— প্রাক্তন জুটির এই সখ্যে ভক্তদের উচ্ছ্বাসে টলিউডে ফের ঝড়!
প্রায় এক দশক পর ফের একসঙ্গে আলোচনার কেন্দ্রে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হলেও দর্শকের কাছে তাঁরা রূপালি পর্দার অন্যতম জনপ্রিয় জুটি। সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’কে ঘিরে। ছবির মুক্তির পর আবারও টলিউডে তাঁদের রসায়ন নিয়ে সরগরম চর্চা শুরু হয়েছে।
অতীতের রাগ-অভিমান পাশে সরিয়ে রেখে ন’বছর আটকে থাকা ছবির প্রচারে হাতে হাত মিলিয়েছিলেন দেব-শুভশ্রী। অনেকের কাছে বিষয়টি নিছক প্রচার কৌশল মনে হলেও, বাস্তবে ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে তাঁদের। ইনস্টাগ্রামে একে অপরকে শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখেই ভক্তরা বুঝতে পেরেছেন, সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে।
‘ধূমকেতু’র সাফল্যের প্রার্থনায় সম্প্রতি কলকাতা থেকে সরাসরি নৈহাটি গিয়েছিল পুরো টিম। দেব লাল পাঞ্জাবিতে, শুভশ্রী লাল-হলুদ বেনারসিতে একসঙ্গে পুজো দিয়েছেন। ভক্তদের ভিড় সামলাতে হয়নি, বরং তাঁরা ছাদ থেকে হাসিমুখে হাত নেড়ে অভ্যর্থনা জানিয়েছেন অনুরাগীদের। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে হর্ষধ্বনিতে মুখরিত হয়েছিল চারদিক।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হয়েছিল দেব-শুভশ্রীর জুটি, আর এরপর একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। সেই ধারাবাহিকতাই যেন নতুনভাবে ফিরে এসেছে ‘ধূমকেতু’র মাধ্যমে। ৪ আগস্ট মুক্তির প্রথম দিন সকাল থেকেই হলগুলোতে দর্শকের ঢল নেমেছে। ‘হাউসফুল’ বোর্ড টাঙানো হয়েছে অধিকাংশ প্রেক্ষাগৃহে। সকালবেলার শো-তেও উপচে পড়া ভিড় স্পষ্ট করেছে, দেব-শুভশ্রী জুটি এখনও দর্শকের কাছে অমলিন।
আরও পড়ুনঃ “খবর শুনতে চাই, উদ্ধত ভঙ্গি নয়!” “নম্রতার জায়গায় এখন অহংকার, খবর শোনার মনটাই উধাও হয়ে যাচ্ছে!” “ক্যামেরায় থাকুন বা বাইরে, নম্রতা হারালে মর্যাদা থাকে না”— বর্তমানে খবর উপস্থাপনা নিয়ে অকপট চৈতালি দাশগুপ্ত!
এই সাফল্যের মাঝেই সামনে এসেছে দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচার ঝলক। ছবির টিজার শেয়ার করে শুভশ্রী লিখেছেন—‘ভানু যখন রঘু হয়ে ওঠে’। প্রাক্তন সহ-অভিনেত্রীর সেই শুভেচ্ছাবার্তায় দেবও লিখেছেন—‘ধন্যবাদ বন্ধু’। অর্থাৎ, ছবির বাইরেও আজ তাঁদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। একদিকে ‘ধূমকেতু’র সাফল্যে ভাসছেন দু’জন, অন্যদিকে দর্শক ইতিমধ্যেই অপেক্ষা করছেন দেবের নতুন ছবির জন্য।