ঝিলিক-আঁখি ‘দুই শালিক’-এর বন্ধুত্বে ভাঙন! পার্টিতে মুখোমুখি হয়েও কথা বললেন না, একে অপরকে দেখেও এড়িয়ে গেলেন নন্দিনী-তিতিক্ষা! একসময় পর্দা থেকে বাস্তবেও দুই বোন, হঠাৎ কী কারণে এমন দূরত্ব?

টলিউডে নায়িকাদের বন্ধুত্ব নিয়ে সবসময়ই নানানা আলোচনা এবং প্রচলিত ধারণা ঘোরে। অনেকেই মনে করেন, নায়িকাদের মধ্যে নাকি সত্যিকারের বন্ধুত্ব হয় না। কিন্তু ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকের সময় এই ধারণাটাই ভেঙে দিয়েছিলেন ‘নন্দিনী দত্ত’ (Nandini Dutta) এবং ‘তিতিক্ষা দাস’ (Titiksha Das)। তাঁদের সম্পর্কটা এতটাই ভালো ছিল যে দর্শক থেকে সহকর্মী—সবাই তাঁদের উদাহরণ টেনে বলতেন, একসঙ্গে কাজ করতে গিয়ে কীভাবে দিদি-বোনের মতো হয়ে ওঠা যায়।

ঝিলিক আর আঁখি চরিত্রের মতোই বাস্তবেও তাঁরা ছিল দুই বোন। তবে সম্প্রতি শহরে সিক্রেট টেমটেশন আয়োজিত একটি পার্টি যেন বদলে দিল সেই চেনা ছবি। একই অনুষ্ঠানে হাজির হলেও নন্দিনী আর তিতিক্ষাকে একসঙ্গে দেখা যায়নি। নন্দিনীকে শাড়িতে এবং তিতিক্ষাকে স্লিভলেস গাউনে বেশ সুন্দর লাগছিল। পার্টির থিম অনুযায়ী রঙেও ছিল মিল। অথচ একে অপরকে এড়িয়ে গেলেন তাঁরা। কথা তো দূর, পুরো অনুষ্ঠানেই তাঁরা একবারও পাশাপাশি দাঁড়াননি।

উপস্থিত অতিথিদের অনেকেই অবাক হয়ে যান এই দৃশ্য দেখে। এত ভালো সম্পর্কের পর হঠাৎ এমন আচরণ কেন, সেটাই এখন বড় প্রশ্ন ভক্তদের। উল্লেখ্য, ধারাবাহিক চলাকালীন তাঁদের বন্ধুত্ব ছিল খোলামেলা। শুটিং ফ্লোরে একসঙ্গে মেকআপ রুম শেয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের মুহূর্তও ভাগ করে নিতেন তাঁরা। তখনই বিভিন্ন সময়ে দু’জনেই বলেছিলেন, ‘দুই শালিক’ তাদের জীবনের অমূল্য একটি সম্পর্ক গড়ে দিয়েছে।

অনেকেই ভেবেছিলেন, এই সম্পর্ক এত তাড়াতাড়ি ভাঙার নয়। কিন্তু এখনকার পরিস্থিতি সেই অনুমানকে একেবারেই উল্টো প্রমাণ করে দিল। প্রসঙ্গত, নন্দিনীকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে। অন্যদিকে তিতিক্ষা এখন অভিনয় বিরতিতে। হয়তো ব্যস্ততা, হয়তো অন্য কোনও অজানা কারণে দূরত্ব তৈরি হয়েছে—তা নিয়ে আলোচনা চলছে টলিপাড়ায়। তবে, যে সম্পর্ককে তাঁরা এতদিন অমূল্য বলে দাবি করেছিলেন, তার পরিণতি এমন হবে কেউ ভাবেনি।

আরও পড়ুনঃ “ভালো মানুষ হয়ে উঠুক আমার ছেলে, পৃথিবীতে রোজ ভালো মানুষের সংখ্যা কমছে!”— অভিনেত্রী নয়, মা হিসেবেই গর্ব করতে চান পায়েল দে! ছোট্ট ছেলেকে এখন থেকেই কী শিক্ষা দিচ্ছেন তিনি?

দু’জনের মধ্যেকার সমীকরণ বদলে যাওয়ায় দর্শক থেকে শুরু করে ভক্তদের হতাশাই বেশি। বন্ধুত্ব ভাঙা নতুন কিছু নয় ইন্ডাস্ট্রিতে। তবে নন্দিনী-তিতিক্ষার মতো জুটি, যাঁরা বাস্তবেও বোনের মতো ছিলেন, তাঁদের হঠাৎ দূরে সরে যাওয়া সত্যিই নজর কেড়েছে। কারণটা যদিও এখনো স্পষ্ট নয়, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে— দুই শালিকের এই সম্পর্ক কি আর আগের মতো ফিরবে? নাকি এভাবেই শেষ হবে পর্দার বাইরের ঝিলিক-আঁখির গল্প?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।