ভালোবাসার দিনে পথ দেখাল এই পথ যদি না শেষ হয়! গাছের চারা দিয়ে সেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করল উর্মি-সাত্যকি

জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো এই পথ যদি না শেষ হয়। পারিবারিক গল্প নিয়ে তৈরি এই সিরিয়াল মানুষের মন জয় করেছে অল্প কিছুদিনের মধ্যেই। মধ্যবিত্ত এক ঘটি পরিবারের সঙ্গে বড়লোক বাড়ির হাসিখুশি খামখেয়ালি মেয়ে উর্মির একসঙ্গে চলার গল্প বলে এই পথ যদি না শেষ হয়। ট্যাক্সি ড্রাইভার স্বামী সাত্যকি আর তার পরিবার সরকারবাড়ি কে নিয়ে বেশ আনন্দে জীবন কাটায় উর্মি। পৃথিবীর সকল সমস্যার সমাধান তার কাছে আছে। এই সিরিয়ালে একের পর এক যেভাবে টুইস্ট আনা হচ্ছে তাতেই সাধারণ মানুষের বেশ ভালো লাগছে।

বর্তমানে অন্যান্য সিরিয়াল গুলোর মত এই সিরিয়ালেও চলছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন।যদিও কিছুদিন আগে বাড়িতে গন্ডগোল হয় কারণ মুমু দিদির সুমনের সঙ্গে প্রেমের কথা জানাজানি হয়ে যায় বাড়িতে তাতে রেগে যায় মুমুর বাবা-মা। তার পরে অবশ্য সবকিছু আস্তে আস্তে ঠিক হতে থাকে।এরপর পিকনিকে গিয়ে গুন্ডা বাহিনীর সঙ্গে ঝামেলায় জড়ায় পুরো পরিবার তবে উর্মির বুদ্ধিতে সরকার বাড়ির মহিলারা পরাস্ত করে গুন্ডাদের।

আর এবার দেখা গেল ভ্যালেন্টাইন্স ডের এক বিশেষ সেলিব্রেশন।আমরা সকলেই সাধারণত ভ্যালেন্টাইন্স ডের গিফট বলতে বুঝে থাকি দামী দামী উপহার চকলেট গোলাপ ফুল টেডি বিয়ার। কিন্তু সরকার বাড়ির আদর্শবান ছেলে সাত্যকি বরাবর একটু আলাদা। তার চিন্তা-ভাবনার ভীষণ উঁচুদরের। উর্মিকে সে একটি পার্কে ডেকে নিয়ে আসে। সেখানেই সে উর্মিকে ভ্যালেন্টাইন দিবসের বিশেষ উপহার দেয়।

দুটো গাছের চারা অত্যন্ত যত্ন সহকারে উর্মির হাতে তুলে দেয় সাত্যকি। স্বাভাবিকভাবেই উর্মি এরকম উপহার দেখে হকচকিয়ে যায়। সে আশা করেছিল চকলেট এবং ফুল পাবে। তার জায়গায় গাছের চারা উপহার পাবে সে এটা ভাবেনি।

কিন্তু উর্মিকে সাত্যকি তখন বোঝায় ভালবাসা হল চারাগাছের মত‌। চারাগাছকে যেমন সার জল দিয়ে বড় করতে হয় সেরকম ভালোবাসার সম্পর্ককেও যত্ন দিয়ে বড় করতে হয়। স্বাভাবিকভাবেই উর্মি নতুন এই কথা শুনে বেশ চমকে যায়। আর গোটা দৃশ্যটি ভীষণ ভালো লেগে যায় দর্শকদের।

সকলেই কমেন্ট বক্সে লিখেছেন যে এইরকম চিন্তাভাবনা এর জন্যই এই সিরিয়ালটি এত ভাল লাগে তাদের। একঘেয়ে ফুল চকলেট টেডি নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন না দেখিয়ে একদম ইউনিক ভাবে ভীষণ সুন্দর কনসেপ্ট উপস্থাপনা করা হয়েছে সিরিয়ালে। যা পছন্দ হয়েছে সকলের।

You cannot copy content of this page