টলিপাড়ায় ফের জুটির ভাঙ’ন? পায়েল দে ও দ্বৈপায়ন দাস কি সত্যিই আলাদা হচ্ছেন? ১২ বছরের দাম্পত্যের মধ্যেই কেন জন্ম নিল নতুন জল্পনা, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে আর দেখা যাচ্ছে না তাদের—দর্শকরা কি হারাতে চলেছেন প্রিয় টলিউড জুটিকে?

টলিউডের গ্ল্যামার দুনিয়ায় সম্পর্ক শুরু যেমন মুহূর্তে আলোচনায় আসে, তেমনই ভাঙনের আভাস পেলেই তা ঘিরে শুরু হয় চর্চা। কখনও কাজের ব্যস্ততা, কখনও ব্যক্তিগত দূরত্ব—সব মিলিয়ে তারকাদের দাম্পত্য জীবন প্রায়ই থাকে নজরকাড়া আলোচনার কেন্দ্রে। সম্প্রতি আবার এমনই এক সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন।

টেলিভিশনের পর্দায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন পায়েল দে। ‘একদিন প্রতিদিন’, ‘দুর্গা’, ‘বেহুলা’র মতো জনপ্রিয় সিরিয়ালে তাঁর উপস্থিতি নজর কেড়েছে ছোটপর্দার দর্শকদের। হাসিখুশি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভ্রমণপ্রেম—সব মিলিয়ে পায়েলকে ঘিরে উত্তেজনা বরাবরই বেশি।

অন্যদিকে দ্বৈপায়ন দাসও টেলিপাড়ার এক পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ধারাবাহিক জগতের সঙ্গে যুক্ত তিনি। স্বামী–স্ত্রী হিসেবে তাঁদের জুটি যেমন পর্দার বাইরে জনপ্রিয় ছিল, তেমনই সোশ্যাল মিডিয়ায়ও দু’জনের ভ্রমণ ব্লগ আর রিল ভিডিও ছিল অনুরাগীদের প্রিয় কনটেন্ট। ২০১৯ সালের ৪ এপ্রিল তাঁদের পরিবারে আসে ছোট ছেলে মেরাখ—লাদাখের প্যাংগং নদীর ধারের এক গ্রামের নাম অনুসারে রাখা সেই নামেই ছিল ভ্রমণপাগল দম্পতির আবেগ।

তবে গত কয়েক মাস ধরেই নেটিজেনদের নজরে এসেছে বড় বদল। দ্বৈপায়নের সোশ্যাল মিডিয়ায় পায়েলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। আগে যাঁরা একসঙ্গে সময় কাটানোর ছবি, ভ্রমণের মুহূর্ত, রিল—সবকিছু শেয়ার করতেন, তাঁরা নাকি এপ্রিল ২০২৪-এর পর আর একটি ছবিও একসঙ্গে পোস্ট করেননি। এমনই পর্যবেক্ষণ অনুরাগীদের। আর সেখান থেকেই জন্ম নিয়েছে দাম্পত্য ভাঙনের জল্পনা।

আরও পড়ুনঃ ‘গোপাল-রুক্মিণী জুটি চোখের আরাম, অভিনয়কে যেন সত্যি করে তোলে!’ বিবাহিত অভিনেতা-অবিবাহিতা অভিনেত্রীর রসায়নও যেখানে এত স্বচ্ছ, সেখানে আরেক জুটি একই ফ্রেমেই দাঁড়াতে নারাজ!– দুই জুটিকে পাশাপাশি রেখে তীব্র সমালোচনায় দর্শকরা, বাড়ছে বিতর্কের আগুন!

এই সময়ই আবার ভাইরাল হয়েছে পায়েলের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে অভিনেত্রী বলেছিলেন, “আমরা খুব ভালো বন্ধু বলেই আমাদের সম্পর্ক এত দিন টিকে আছে। কোন দিন আলাদা হয়ে গেলে কাদা ছোড়াছুড়ি করব না। সারাজীবন বন্ধু থাকব। সম্পর্ক ভাঙা মানেই তিক্ততা নয়।” পুরনো এই মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে বলেই মত অনেকের। তবে এই মুহূর্তে দম্পতির কেউই আলাদা হওয়ার খবরকে স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। ফলে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে—তাঁদের সম্পর্ক কি সত্যিই নতুন মোড়ে? নাকি সবই নিছক ভুল বোঝাবুঝি দর্শকদের?

You cannot copy content of this page