ধূলোকণায় নয়া টুইস্ট! ফুলঝুরির আসল পরিচয় চলে এলো সামনে, কে সে আসলে?
বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে ধূলোকণা। ধারাবাহিকে লালন ফুলঝুরি জুটি দর্শকরা বিশেষভাবে পছন্দ করেছে। ফুলঝুরির ভূমিকায় রয়েছেন মানালি দে এবং লালনের ভূমিকায় রয়েছেন ইন্দ্রাশিষ রায়।
এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে লালন গান গায় এবং পেট চালানোর জন্য ড্রাইভারি করে সে। আর সেই বাড়িতেই ফাইফরমাশ খাটে ফুলঝুরি। এবার সেখানেই এলো চমক। নায়িকার আসল পরিচয় এবার এলো প্রকাশ্যে। লালনের সঙ্গে ফুলঝুরির সম্পর্ক শেষ হতেই ফুলঝুরিকে নানাভাবে পর্যুদস্ত করছে লালন। তাই নিজের পরিচয় তৈরি করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ফুলঝুরি।
লালনের দেখাদেখি তাকে টেক্কা দিতে তার মতোই এবার বিভিন্ন অনুষ্ঠানে গান গায় সে। আর তাই তার ভূয়সী প্রশংসা দেখে তাকে গান শেখাতে শুরু করেছে বড় মামি। ফুলঝুড়ির গলায় যে গান শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। ফুলঝুরি পয়সা উপার্জন করছে দেখে তার কাছে টাকা চাইতে এসেছে তার বাবা। এরপরে হঠাৎ করে সামনে আসে যে ফুলঝুরি তার নিজের মেয়ে নয়। তাকে কুড়িয়ে পেয়েছিল সেই মানুষটি। ফুলঝুরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।