‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিজেতা পবনদীপ রাজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে! শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা! কি ঘটেছে তাঁর সঙ্গে?

‘ইন্ডিয়ান আইডল ১২’ (Indian idol 2021) এ অসাধারণ কণ্ঠস্বর দিয়ে দেশজুড়ে খ্যাতি লাভ করেন উত্তরাখণ্ডের প্রতিযোগী ‘পবনদীপ রাজন’ (Pawandeep Rajan)। সুর আর আবেগে ভরপুর গানের জন্য তিনি হয়ে ওঠেন সেই সিজনের অন্যতম পছন্দের শিল্পী। এই শো থেকেই উঠে আসা এই গায়ক শুধু বিজেতা হয়েই থেমে থাকেননি, এরপর একাধিক মঞ্চ অনুষ্ঠান, অ্যালবাম ও গানের রেকর্ডিংয়ে নিজেকে নিয়মিত ব্যস্ত রেখেছেন।

তাঁর গানে যেমন আছে মুগ্ধতা, তেমনই আছে সহজাত আন্তরিকতা। তবে পবনের জীবন শুধু গানেই থেমে থাকেনি, সেই সিজনের আর এক প্রতিযোগী, বাঙালি কন্যা ‘অরুণিতা কাঞ্জিলাল’ (Arunita Kanjilal) এর সঙ্গে তাঁর বন্ধুত্ব শুরুর দিন থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। পর্দার বাইরে এই সম্পর্ক কতদূর গড়িয়েছে, তা নিয়েও জল্পনা কল্পনা কম হয়না ভক্তদের মধ্যে।

তাঁরা দু’জনেই যদিও নিজেদের ‘ভাল বন্ধু’ বলে দাবি করেন, তবে ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী তাঁদের বিয়ের কথাও নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এদিন পাওয়া গেল এক দুঃসংবাদ! সোমবার ভোররাতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হন পবনদীপ রাজন। ভোর ৩:৪০ নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের কড়া নজরদারিতে চলছে চিকিৎসা।

তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পবনের চেহারায় স্পষ্ট আঘাতের ছাপ। এমন এক সময়েই এই দুর্ঘটনার খবরে কার্যত থমকে গিয়েছে অনুরাগীমহল। সমাজ মাধ্যমে পবনের দ্রুত আরোগ্য কামনা করে ভক্তরা বারবার প্রার্থনা করছেন। একদিকে যেমন ব্যক্তিগত জীবনের সম্ভাব্য নতুন অধ্যায় নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল,

আরও পড়ুনঃ “এই অল্প অভিনয় জীবনেই আমরা কিছু না করেই অনেক বেশি ফরফর করি, আসল তারকারা কিন্তু তা করেন না!” রাখি গুলজারের সঙ্গে অভিনয় করে উপলব্ধি শ্রুতির!

অন্যদিকে এখন তাঁদের মন ভরা উদ্বেগে এখন। এদিন পবনের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু না জানানো হলেও, সূত্রের খবর, আপাতত স্থিতিশীল পবন, চিকিৎসা চলছে। সারা দেশের গানের অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন—পবনদীপ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরতে পারেন, তাঁর গানে প্রাণ ফিরে পাক ভক্তদের হৃদয়, এটাই আমাদের কাম্য!