পর্দার রোমান্স ছাপিয়ে বাস্তবেও কি জমে উঠেছে অভিনেতা-অভিনেত্রীর সম্পর্ক! ‘বিরক্ত করতে প্রপোজ করলে হাত হয়ত থামবে না’- জানালেন অঙ্কিতা মল্লিক! উত্তরে কি জানালেন অভিনেতা সৌম্যদীপ? পর্দার বাইরেও কি বিশেষ সম্পর্কের ইঙ্গিত দিলেন তারা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri) আজও টিআরপি তালিকার অন্যতম শীর্ষে। গল্পের টান, চরিত্রের আবেগ আর বাস্তবসম্মত অভিনয়ের জন্য দর্শকরা এখনো এই ধারাবাহিকটিকে আগের মতোই ভালোবাসেন। সপ্তাহের টিআরপি লিস্টে শীর্ষে না থাকলেও, ধারাবাহিকটির অবস্থান সবসময়ই থাকে প্রথম সারিতে।

এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক এবং নায়ক স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখার্জী — দু’জনেই এখন দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়। তাদের পর্দার রসায়নই এই সিরিয়ালের অন্যতম বড় আকর্ষণ। দর্শকরা যেমন পর্দায় তাদের প্রেম-ঝগড়া দেখতে পছন্দ করেন, তেমনি বাস্তব জীবনে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বেশ প্রশংসনীয়।

অভিনয় জগতে এমন বহু জুটি দেখা যায় যারা পর্দায় রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তারা একে অপরের খুব ভালো বন্ধু। অঙ্কিতা ও সৌম্যদীপও তার ব্যতিক্রম নয়। সেটে কাজের ফাঁকে মজার মুহূর্ত, একে অপরকে নিয়ে খুনসুটি— সব মিলিয়ে তাদের সম্পর্ক বেশ আন্তরিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা মল্লিককে প্রশ্ন করা হয়, যদি কেউ খুব বিরক্ত করে তাকে প্রপোজ করে, তাহলে তিনি কী করবেন? অভিনেত্রীর জবাব, “তাহলে আমার হাত হয়তো থামবে না!”— অর্থাৎ তিনি রাগে মারতে পারেন!

আরও পড়ুনঃ “গর্ভধারিণী মাকে চিনি না, বাবাকে ‘কাকা’ বলেই ডাকতাম”— মাত্র পাঁচ মাস বয়সেই যাঁকে ত্যাগ করেছিলেন জন্মদাতা, তুলে দিয়েছিলেন অন্যের হাতে! সেই বেদনা আজও বহন করছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়!

অঙ্কিতার এই জবাব শুনেই পাশে বসা সৌম্যদীপ মজার ছলে বলেন, “তাহলে একদিন এমনটা ওর সঙ্গে করতেই হবে, না হলে কাউকে দিয়ে করাতে হবে!”— তার এই মন্তব্যে অভিনেত্রী হেসে দেয়। পর্দার বাইরেও যে জগদ্ধাত্রী দলের বন্ধুত্ব আর মজা ঠিক ততটাই জমজমাট, সেটাই আবার প্রমাণ করল এই ঘটনা।