বাংলা সিনেমায় এই মুহূর্তে দুই অন্যতম সেরা ব্যক্তিত্ব ‘দেব’ (Dev) এবং ‘জিৎ’ (Jeet)— সম্প্রতি একই মঞ্চে ধরা দিলেন, আর সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জোর গুঞ্জন। শুক্রবার বিজয়া সম্মিলনীর আসরে এই বিরল মুহূর্তের সাক্ষী থাকল টলিউড (Tollywood)। তবে এই উপস্থিতির চেয়ে বেশি আলোচনায় চলে এসেছেন অভিনেতা জিৎ। কারণ, তাঁকে এতদিন কোনও রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। সিনেমার বাইরে বরাবরই নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন তিনি। তাই প্রশ্ন উঠছে, হঠাৎ এমন রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশে দাঁড়ানো কি নিছক কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনও ইঙ্গিত?
অনেকেই ইতিমধ্যেই ফিসফাস শুরু করেছেন— তবে কি এবার রাজনীতিতেও নাম লেখাতে চলেছেন জিৎ? কেউ তো বলছেন, “অবশেষে ভোটে দাঁড়ানোর টিকিটের লোভ এড়াতে পারলেন না সুপারস্টার জিৎ!” অন্যদিকে, দেব যেন আগের মতোই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে থেকেছেন একইরকম দৃঢ়। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ থেকে যে টাকা আয় হয়েছিল, সেটি তিনি প্রতিশ্রুতি মতো ফেডারেশনের হাতে তুলে দেন। এদিনের অনুষ্ঠানেই অভিনেতা সেই চেক হস্তান্তর করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে।
নিজের বক্তব্যে দেব জানান, সকল সহকর্মী, টেকনিশিয়ান এবং তাঁদের পরিবারের উন্নতির জন্যই এই টাকা দান করা হয়েছে। তাঁর এই উদ্যোগে প্রশংসায় ভরেছে সমাজ মাধ্যম, অনেকেই বলছেন— দেব সত্যিই ‘মেগাস্টার’ শুধু পর্দায় নয়, বাস্তবেও। তবে আশ্চর্যের বিষয়, কিছুদিন আগেই শাসকদলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবিকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন দেব। একসময় যা সমাজ মাধ্যমে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু সেই সমস্ত মনোমালিন্য ভুলে এবার দুজনকে দেখা গেল একই মঞ্চে দাঁড়িয়ে, একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলতে।
ফলে রাজনৈতিক মহল থেকে শুরু করে টলিউড— সবার মধ্যেই এখন একটাই প্রশ্ন, দেব ও কুনালের সম্পর্ক কি ফের মধুর হয়ে উঠল? তবে যেভাবেই দেখা হোক না কেন, এদিনের অনুষ্ঠান ছিল একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। দেবের উদার উদ্যোগ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি জিৎ-এর উপস্থিতি এনে দিয়েছে নতুন রকম কৌতূহল। কারণ, এই অভিনেতাকে রাজনীতির আলোচনায় খুব একটা দেখা যায় না। বরাবরই তিনি নিজেকে এই পরিসর থেকে দূরে রাখতেই পছন্দ করেছেন। ফলে তাঁর হঠাৎ রাজনৈতিক মঞ্চে উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ চা পরিবেশন করতে এসে নায়িকা! পর্দায় মমতাশঙ্করের ছোটবেলাকে তুলে ধরবেন তাঁর ছোট বৌমা সৌরিতা! এবার কি তবে নিয়মিত অভিনয় করতে দেখা যাবে তাঁকে?
হয়তো ভবিষ্যতে কিছু বড় পরিকল্পনা রয়েছে অভিনেতার। এদিকে, বাংলার বক্স অফিসের হিসেবেও দেবের সাম্প্রতিক কাজগুলো নিয়ে নানান মতামত ঘুরছে সমাজ মাধ্যমে। গত বছর ‘খাদান’ যে পরিমাণ সাফল্যের মুখ দেখেছিল, তেমন ‘রঘু ডাকাত’ আশাহত করেছে অনেককেই। কিন্তু তা সত্ত্বেও দেবের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতায় কোনও ভাঁটা পড়েনি। বরং তাঁর মানবিক দিকটাই আরও স্পষ্ট হয়ে উঠেছে এই অনুষ্ঠানে। আর সবশেষে, জিৎ-দেব একসঙ্গে মঞ্চে দাঁড়ানো— সেই দৃশ্য যেন টলিউডে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে!






