সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গিয়েছে’-এর হাত ধরে অভিনয়ের দুনিয়ায় নতুন মুখ— সৌরিতা শঙ্কর ঘোষ। তিনি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী মমতাশঙ্করের ছোট পুত্রবধূ। প্রথম ছবিতেই শাশুড়ির শৈশবের চরিত্রে অভিনয়— এমন কাকতালীয় সূচনা হয়তো খুব কমই দেখা যায়! ছবিতে আছেন অঞ্জন দত্তও। তাই শুরুতেই সৌরিতার ডেবিউ নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে।
ঘটনাটা যেন সিনেমার গল্পও হার মানায়। সেদিন বাড়ির গৃহ-সহায়িকা অনুপস্থিত হওয়ায় অতিথিদের চা পরিবেশনের দায়িত্ব পড়ে ছোট বৌমার ওপর। আর তখনই তাঁকে প্রথম দেখায় পছন্দ করেন পরিচালক। পরে মমতাশঙ্করের সঙ্গে কথা বলে ঠিক হয়ে যায়, সৌরিতাই হবেন তাঁর ছবির গুরুত্বপূর্ণ চরিত্র। পরিচিত গৃহিণীর জীবনে আচমকা অভিনয়ের ডাক— উত্তেজনায় তখন ঠান্ডা হয়ে গিয়েছিল তাঁর হাত-পা!
নাচে পারদর্শী হলেও ক্যামেরার সামনে প্রথম দিনে ভয় ছিল বেশ। নতুন সহ-অভিনেতা আদিত্য চৌধুরীর সঙ্গে প্রেমের দৃশ্যে আরও নার্ভাস হয়ে পড়েছিলেন সৌরিতা। তবে পরিবারের সবাই তাঁকে সাহস দিয়েছেন। ফলে ধীরে ধীরে আড়ষ্টতা কাটিয়ে অভিনয় উপভোগ করেছেন তিনি। শাশুড়ি মমতাশঙ্কর ডাবিংয়ের সময় কিছু অংশ দেখে সন্তোষই প্রকাশ করেছেন।
মুক্তি এখনও বাকি, তবু দ্বিতীয় ছবির প্ল্যানের প্রশ্ন উঠতেই হেসে ফেলেন সৌরিতা। বললেন, “প্রথমটার মুক্তিই তো এখনো হয়নি! এক পা ঠিক করে ফেলেই তো আরেক পা ফেলা চলে না।”
বড় জা সুদেষ্ণাশঙ্কর ঘোষ এখনই পর্দায় না এলেও, পরিবারে কোনও প্রতিযোগিতা নেই বলে জানান তিনি। মমতাশঙ্করের কথায়— “দুই বৌমাই পরিবারের ঐতিহ্য ধরে রাখুক। ওরা যত এগোবে, ততই গর্ব হবে আমার।”
আরও পড়ুনঃ নিজের শরীর ভরা ক্ষ’ত, তীব্র ব্যথা উপেক্ষা করেও মায়ের শারীরিক অব’নতির খবর পেয়ে চিকিৎসকের দ্বারস্থ শ্বেতা!— মানসিকভাবে ভীষণ দুঃস’ময়ের মধ্যে টেলি অভিনেত্রী! কী হয়েছে মায়ের? কেমন আছেন অভিনেত্রী?
আর তাই ছোট বৌমার এই নতুন যাত্রায় উচ্ছ্বসিত শঙ্কর পরিবারের সবাই। এখন দর্শকের প্রতীক্ষা— মমতাশঙ্করের ছেলেবেলা পর্দায় কেমন তুলে ধরেন সৌরিতা!






