টলিউডের দুই পর্দাতেই সমানতালে নিজ স্বচ্ছন্দে কাজ করে চলেছেন অভিনেতা ‘জীতু কামাল’ (Jeetu Kamal)। একদিকে বড়পর্দায় তিনি দর্শকের মনে দাগ কেটেছেন ‘গৃহপ্রবেশ’ ছবির মাধ্যমে, আবার অন্যদিকে ছোটপর্দায় অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ (Chirodini Tumi Je Amar)। চরিত্রের ভিন্নতা যতই হোক, প্রতিটি ভূমিকাতেই তাঁর সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। কিন্তু অভিনয় ছাড়াও এক অন্য কারণে বারবার খবরে চলে আসেন জীতু, সেটি হল তাঁর সমাজ মাধ্যমে পোস্ট।
সামাজিক মাধ্যমে প্রায়ই নানা বক্তব্য প্রকাশ করেন এই অভিনেতা। কখনও সেগুলো ইতিবাচক প্রশংসা কুড়োয়, আবার অনেক সময় সেগুলো ঘিরে বিতর্কও তৈরি হয়। গত শনিবার জীতু তাঁর ফেসবুক পাতায় নতুন একটি পোস্ট শেয়ার করেন, যা ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা! ওই পোস্টেই তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি তাঁকে অনেকেই ‘দ্য অডিয়েন্স স্টার’ নামে ডাকছেন। যদিও এই নামকরণের প্রকৃত অর্থ তিনি জানেন না বলে স্বীকার করেছেন।
তবে দর্শকদের দেওয়া এই ভালোবাসায় তাঁর খুশি প্রকাশ পেয়েছে স্পষ্টভাবেই। জীতুর কথায়, এই বিশেষ নাম তিনি নিজে কিনে নেননি বা সহকর্মীদের কাছ থেকেও পাননি, বরং একেবারেই দর্শকদের কাছ থেকে এসেছে। তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। এমনকি মজার ছলে বলেছেন, দর্শক যদি তাঁকে গালি পর্যন্ত দেয়, সেগুলোও তিনি সসম্মানে গ্রহণ করবেন, কারণ তাঁর অস্তিত্বই দর্শকদের জন্য। তাঁর কথায়, “দর্শকরা যদি আমায় গালিও দেয়, সেটাকেও আমি মাথায় করে রাখবো।” দর্শক ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই, ছিল না এবং থাকবেও না!
এই আন্তরিক স্বীকারোক্তি পাঠকদের অনেককেই আপ্লুত করলেও, পোস্টের শেষাংশে আসল বিতর্কের সূত্রপাত ঘটে। কারণ, শেষের দিকে জীতু লিখেছেন— কিছু মানুষ নাকি তাঁর সাফল্য দেখে ঈর্ষায় ভুগছেন এবং তাঁকে বিপদে ফেলতে নতুন ফাঁদ পেতে বসেছেন। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, কিন্তু তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। “আমি ময়দান ছাড়ছি না”— এই লাইন আরও প্রশ্ন তৈরি করেছে, তিনি কি আবার কোনও সহঅভিনেতা বা ইন্ডাস্ট্রির কারও সঙ্গে দ্বন্দ্বের আভাস দিলেন?
আরও পড়ুনঃ ব্যাগের বাড়তি দামে সমালোচনার ঝড়, অবশেষে দাম কমিয়ে বিশেষ অফার ঘোষণা করলেন মধুবনী! “লাভ রেখেই দাম কমাচ্ছেন, একদিন ঠিক রাস্তার দামে নেমে আসবে!” “অফার মানেই প্রমাণ, আগে অযথাই বেশি দাম রাখা হয়েছিল!”— নেটিজেনের কটাক্ষে আরও চাপে পড়লেন তারকা দম্পতি!
এই অজানা উদ্দেশ্যপ্রসূত বার্তাই এখন নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। কার দিকে তীর ছুঁড়লেন জীতু? তবে কি আবার দিতিপ্রিয়ার সঙ্গেই নতুন করে সমস্যা? নাকি অন্য কারও সঙ্গে তৈরি হয়েছে অশান্তি? পাশাপাশি তাঁর “নাম কেনা” মন্তব্যটিও রহস্য আরও ঘনীভূত করেছে। ফলে সমাজ মাধ্যমে এখন একটাই প্রশ্ন ঘুরছে, এই পোস্ট কি আবার নতুন কোনও ঝড় তুলতে চলেছে টলিপাড়ায়, নাকি এটি কেবলই তাঁর ব্যক্তিগত অভিমান প্রকাশ? উত্তর সময়ই দেবে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!