গত বছর টলিউডে বড়দিনের মরশুমে মুক্তি পেয়েছিল একাধিক ছবি, তবে সবচেয়ে বেশি আলোচনায় থেকেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ আর দেবের অভিনীত ‘প্রজাপতি ২’। দুই ছবির মুক্তিকে ঘিরে একে অপরের সঙ্গে তুলনা, বক্স অফিসের আয় থেকে শো সংখ্যা নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। কে বেশি সফল, কে কিভাবে দর্শক টানতে পেরেছে আর কে কতটা সৎভাবে সাফল্য দাবি করেছে, এসব নিয়ে চলেছে নানা আলোচনা।
এমনকি, প্রযোজক রানা সরকারের অভিযোগও শোনা গিয়েছে। তিনি দাবি করেন, ‘প্রজাপতি ২’-এর বক্স অফিস রিপোর্ট নাকি মিথ্যে। তার উপর, কিছু প্রেক্ষাগৃহে দেবের ছবির শো না থাকায় তাঁর ভক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই নিয়ে দেবও সমাজ মাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন। পরে, দেবের ভক্তদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা অন্য ছবির টিকিট বিক্রিতে বাধা দিয়েছেন। তবে দেব এর ওপর আবেগের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে বলেন, ভক্তদের ‘পাগলামি’ নতুন কিছু নয়।
যেমন মেসিকে দেখতে না জনতা ক্ষেপে গিয়েছিল, তেমনি ছবির জন্যও উত্তেজনা স্বাভাবিক বলে মনে করেন দেব। এই সব বিতর্কের মাঝেই, কোয়েল মল্লিকের ‘মিতিন একটি খুনের সন্ধানে’ ছবির মুক্তি তুলনামূলকভাবে অনেকটা শান্তিপূর্ণভাবে হয়ে গেল। কোয়েল জানালেন, প্রভাবিত হওয়ার চেয়ে তিনি মৌখিক প্রচারকেই বেশি গুরুত্ব দেন। তার মতে, ছবির প্রশংসা বা সমালোচনা মানুষের মুখে ঘুরলে সেটা আসল প্রচার হয়ে যায়, বাকিটা শুধুই বাহুল্য!
যদিও বর্তমান সময়ে ছবির প্রচারে চরম উত্তেজনা বা ভক্তদের রেষারেষি দেখা যায়, কোয়েল নিজের ভক্তদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ চিন্তা করেন না। তিনি বলেন, “আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং আমার ভক্তরাও জানে সেটা। সেই জন্যই হয়তো তারা চুপচাপ ছবির পাশে দাঁড়িয়ে সমর্থন করে।” তাঁর কথায়, ভক্তরা কী করবেন বা কেমন হওয়া উচিৎ, সেটা একজন শিল্পীর দায়িত্ব যে সে কতটা নিজের উপস্থিতি ও ব্যবহার দিয়ে প্রভাব ফেলছে তাদের মনে।
আরও পড়ুনঃ “কমিটমেন্টের মধ্যে ভুল থাকে, কমিটমেন্টের মতো কমিটমেন্ট হওয়া উচিত…আজকের সম্পর্কের প্রবণতা অর্থহীন” লিভ-ইন সম্পর্কের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীর তীব্র মন্তব্য! বললেন সম্পর্কের গভীরতা কমেছে আজকের যুগে!
একটা কথা না বললেই নয়, যে এই সময়টায় টলিউডে একদিকে বিতর্কের ঝড় ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে অনিশ্চিত করছেআর অন্যদিকে, কোয়েলের মতো শান্তিপূর্ণ প্রচার ইন্ডাস্ট্রির প্রতি আস্থা ফিরিয়ে আনছে! বাকি দুটি ছবি নিয়ে শোরগোল হলেও, মিতিন মাসির চরিত্রে কোয়েলও দর্শকদের মন জয় করতে সফল হয়েছেন। এমনটা বলা যেতে পারে যে যেখানে অন্য সবাই বিতর্কে মশগুল, সেখানে কোয়েল নিজের রাস্তায় চলছেন নিজের শর্ত নিয়ে।






