বাংলা ছবির জগতে কোয়েল মল্লিক মানেই এক পরিচিত নাম। গ্ল্যামার, অভিনয় দক্ষতা আর ব্যক্তিত্ব—তিনয়ের মেলবন্ধনে দীর্ঘদিন ধরেই দর্শকের মনে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে জানেন কোয়েল। কখনও বাণিজ্যিক ছবির নায়িকা, কখনও আবার শক্তিশালী চরিত্রে নিজেকে মেলে ধরেছেন সাবলীলভাবে। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিত্বে থাকে সংযম ও শালীনতার ছাপ।
সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক আবারও ফিরছেন জনপ্রিয় চরিত্র মিতিন মাসির ভূমিকায়। মঙ্গলবার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রকাশ পেল আসন্ন থ্রিলার ছবি ‘মিতিন—একটি খুনির সন্ধানে’-র ট্রেলার ও সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত একাধিক শিল্পী ও কলাকুশলী। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মিতিন মাসি সিরিজের এটি তৃতীয় ছবি, যা দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
এই ছবিতে মিতিন মাসির সামনে রয়েছে এক জটিল রহস্য। স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে নামেন মিতিন, আর সেই অনুসন্ধানেই ধীরে ধীরে উন্মোচিত হয় একের পর এক অজানা সত্য। পরিচালক অরিন্দম শীলের কথায়, এই ছবিতে মিতিন শুধু পেশাগত নয়, আবেগগত দিক থেকেও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।
তবে ট্রেলার লঞ্চের দিন আরেকটি মুহূর্ত আলাদা করে নজর কেড়েছে সবার। অনুষ্ঠানের মধ্যেই সংগীত জগতের কিংবদন্তি পণ্ডিত অজয় চক্রবর্তীর সামনে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোয়েল মল্লিক। তারকাখ্যাতির আড়ালে এমন বিনম্র আচরণ দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শক ও অতিথিরা।
আরও পড়ুনঃ ‘মাধুরী দীক্ষিত পোশাক বদলানো ছাড়া মেকআপ ভ্যানে যান না, আমাদের তো ভ্যান থেকে অভিনেতাদের ডেকে আনতে লাগে চারজন!’ টলিউডের দাম্ভিকতা নিয়ে অকপট শাশ্বত চট্টোপাধ্যায়!
এই ঘটনাই যেন নতুন করে মনে করিয়ে দিল—কোয়েল মল্লিক শুধু সফল অভিনেত্রী নন, তিনি সংস্কৃতি ও গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল এক মানুষও। পর্দায় রহস্যভেদী মিতিন মাসি যেমন দৃঢ় ও তীক্ষ্ণ, বাস্তব জীবনে কোয়েল তেমনই নম্র—এই দ্বৈত রূপই তাঁকে দর্শকের কাছে আরও আদৃত করে তুলেছে।






