ছোট করে মর্ডান কায়দায় ছাঁটা লাল রঙের চুল,এ কোন রূপে সামনে এল শান্তশিষ্ট সহচরী?ভিডিও দেখে চমকে উঠলেন নেটবাসীরা

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল আয় তবে সহচরী। সিরিয়ালের মধ্যে দিয়েই অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। শাশুড়ি এবং বৌমার অভূতপূর্ব বন্ধুত্ব দেখানো হয়েছে এই সিরিয়ালে। তবে বর্তমানে সহচরীর স্বামী সমরেশ তার ছাত্রী দেবিনার সঙ্গে অ’বৈধ সম্পর্কে জড়িয়ে। এই নিয়ে এখন চলছে সিরিয়ালে টালমাটাল।

তবে এর মধ্যে সহচরীর নতুন ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। দেবিনার দেখা স্বপ্নে দেখা যাচ্ছে সহচরী সালোয়ার পরে একদম অন্যরকম লুকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। যদিও এটা দেবিনার স্বপ্ন। কিন্তু বাস্তবে তা সত্যি হয়েও যেতে পারে।

তবে কনীনিকার কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে একদম নতুন লুকে। ছোট করে ছাঁটা চুল,তাতে আবার লাল রঙ করা‌। পরনে পাশ্চাত্য পোশাক। তাকে হঠাৎ করে এরকম দেখে চমকে গেছেন তার অনুরাগীরা।

অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যে তবে কি আগামী দিনে সহচরী কে এরকম ভাবে দেখা যাবে সিরিয়ালে? কিন্তু বাস্তবে তা নয়।এতদিনের মোটামুটি সকলেই জানেন যে কনীনিকার বলিউড ডেবিউ হতে চলেছে। তিনি গিরগিট নামক একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন।এটি তার শ্যুটিংয়ের অঙ্গ।তাকে এরকম আধুনিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

You cannot copy content of this page