অনেক হলো টলিউডে কাজ, আয় তবে সহচরী ছেড়ে এবার বলিউডে হিন্দি ছবি করতে চললেন কনীনিকা!

সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বলিউডে পাড়ি দিতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। পরিচালক বাপ্পাদিত্য মুখার্জির নতুন সিনেমা গিরগিটে তাকে দেখা যাবে। এই ছবিটি সম্পূর্ণ একটি হিন্দি ছবি।

বাংলা টেলিভিশন জগতে কনীনিকা এক উল্লেখযোগ্য নাম। এক আকাশের নিচে, কখনো মেঘ কখনো বৃষ্টি, অন্দরমহল এর মত জনপ্রিয় সিরিয়ালে আমরা কনীনিকার দুর্দান্ত অভিনয় দেখেছি। বর্তমানে কনীনিকাকে আমরা দেখতে পাচ্ছি আয় তবে সহচরী সিরিয়ালের সহচরীর ভূমিকায়। এখানেও তিনি দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন।

দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত কনীনিকা।এর আগে বিভিন্ন বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি তবে এবার প্রথমবার হিন্দি ছবিতে কাজ করতে চলেছেন কনীনিকা। এই নতুন হিন্দি ছবি গিরগিট একটি সম্পূর্ণ সাসপেন্স থ্রিলার। শোনা যাচ্ছে ব্যোমকেশ এর অনুপ্রেরণায় এক মহিলা ডিটেকটিভ এর গল্প নিয়ে তৈরি হবে এই সিনেমা।

এই ছবিতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে একাধিক টলিউড তারকা। মুখ্য চরিত্রে অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই সিনেমার হাত ধরে বলিউডে ডেবিউ করছেন পরিচালক বাপ্পা। কলকাতাতেই হবে ছবির শুটিং।তবে কবে থেকে হবে তা এখনো জানা যায়নি তাই পরবর্তীকালে আয় তবে সহচরী তে সহযোগীর ভূমিকায় আমরা কনীনিকাকে দেখতে পাব কিনা তাও জানিনা।

You cannot copy content of this page