শতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য, ঘোষণা কৌশিক গাঙ্গুলির নতুন ছবি পালানের
খারিজ’-এর পালানকে দিয়েই মৃণাল সেনের শতবর্ষ পালন করলেন কৌশিক গাঙ্গুলী। তিনি ছবির নাম রেখেছেন ‘পালান’৷ আসলে, ১৯৮২ সালে মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ আবর্তিত হয়েছিল যে বালক পরিচারকের রহস্যমৃত্যু ঘিরে, তার নামই ছিল পালান৷
কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন এই ছবির কথা শেয়ার করেছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। তিনি খুব খুশি এই উদ্যোগে। শুক্রবারই তিনি জানতে পেরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ‘পালান’ ছবির মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর বাবাকে। চার দশক আগে ‘খারিজ’ ছবির মূল চরিত্রাভিনেতা অর্থাৎ অঞ্জন দত্ত এবং মমতাশঙ্করকে দেখা যাবে ‘পালান’ সিনেমাতে। এখানেও তাঁরা মধ্যবিত্ত দম্পতির ভূমিকা পালন করবেন। শ্রীলা মজুমদার হবেন তাঁদের প্রতিবেশী।
খারিজ-এ শ্রীলার নাম রাখা হয়েছিল শ্রীজা৷ উল্লেখ্য, মূল কুশীলবদের নামও পরিবর্তন করেননি পরিচালক৷ অঞ্জন দত্ত হয়েছিলেন অঞ্জন সেন৷ তাঁর স্ত্রী মমতা সেনের ভূমিকা ফুটিয়ে তোলেন মমতাশঙ্কর৷ তাঁদের ছোট্ট ছেলের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে দেখা যায় ইন্দ্রনীল মৈত্রকে৷ তাঁর ডাকনাম হয়েছিল ‘পুপাই’-ই হয়ে উঠেছিল চরিত্রের নাম৷