আর কালো নেই কৃষ্ণকলি! স্পোর্টস ব্রা পরে জিমে ঘাম ঝরাতেই ভাইরাল

ছোট পর্দায় কৃষ্ণকলির চরিত্র প্রচন্ড জনপ্রিয় এবং ভাইরাল হয়েছিল। জি বাংলার পর্দায় সদ্য শেষ হয়েছে কৃষ্ণকলি সিরিয়ালের যাত্রাপথ। তবে দর্শকদের মনে থেকে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। বাঙালির ঘরের মেয়ে তিয়াশা রায় এখন সময় করে জিমে ঘাম ঝরাচ্ছেন। আর তা ভাইরাল হবে না? এমনটাই হলো।

‘শ্যামা’ এবার ভাইরাল হলেন নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করে। সিরিয়াল শেষের পর তার শাড়ি পরা তো একেবারেই ঘুচে গিয়েছে। আর সেইসঙ্গে গায়ের কালো রঙ পাল্টে গিয়ে হয়ে গেছে ফর্সা। আর তাতে অবাক নেটিজেনরা। তিয়াশার মারকাটারি ফিগারের সিক্রেট তাহলে এটাই? সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নায়িকা। স্পোর্টসব্রা পরে একেবারে হট লুকে নিজের ভিডিও পোস্ট করলেন তিনি। জিমে কসরত করতে গিয়ে ঘামও ঝরিয়েছেন তিনি। ট্রেডমিল, ল্যাট পুলিং ডাউন, থেকে শুরু করে বক্সিং ব্যাগ সবকিছুই অনুশীলন করেন তিনি। নিজেকে ধরে রাখার এই প্রচেষ্টা দেখে

অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স।

৩ বছর ৭ মাস ধরে চলেছিল কৃষ্ণকলি ধারাবাহিক। তাই দর্শকদের চোখে তিনি এখনও শ্যামা। তাই তিনি এবার যেই নিজের ভোল পাল্টে দিলেন অমনি ভাইরাল হয়ে গেলেন। যদিও নায়িকার এই পোশাক নিয়ে কোনও বিতর্ক সৃষ্টি হয়নি।

You cannot copy content of this page