২১ ফেব্রুয়ারি যে শুধু বিশ্ব মাতৃভাষা দিবস তা নয়, এইদিন বাংলা সিনেমার এক অনন্য প্রতিভা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন। এ বছর ৮৫ বছরে পা দিলেন এই কিংবদন্তি। বর্তমান প্রজন্মের চিত্রনাট্যকার, প্রযোজক, পরিচালক ও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন তাঁকে। এক বিশেষ সাক্ষাৎকারে লীনা এই বিষয়ে বিশেষ আলাপচারিতা করলেন।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনী নির্মাণ করার দায়িত্ব পড়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের উপর। তিনি জানান তিনি এই বিষয়ে কাজ শুরু করেছেন। তবে কেনো লিখতে চাইলেন সেই উত্তরে বলেন যে মাধবী, সৌমিত্র এবং সাবিত্রী তিনজনকে নিয়েই তিনজনই লেজেন্ড। সেই মানুষগুলোর কাজের জীবন ও ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই সাধারণ মানুষ জানতে চান। তাই মনে হয়েছিল জানানোটাও একটা কমিটমেন্ট তাঁর দিক দিয়ে। লীনা লিখলেন সাবিত্রীকে অনেক কাছ থেকে দেখে এবং জেনে। সেই কথোপকথন, দিনের পর দিনের সম্পর্ক এই সবকিছুই তাঁকে সাহায্য করেছে লিখতে। তবে শুধু লেখা নয় ধুলোকণা ধারাবাহিক করছেন লীনা। সেখানেও কাজ করছেন সাবিত্রী। স্টিরিও-কমেডির ধারা তৈরি করা সাবিত্রীকে দেখে তাঁর মনে হয়নি যে তিনি অভিনয় করছেন।
এমনকি কাজের সময় সাবিত্রী নাকি এই বয়সেও এসে লীনাকে জিজ্ঞেস করেন ঠিক করছেন কিনা। তাঁর এই বিনম্র স্বভাব তাও এত বছরের অভিজ্ঞতার পর মুগ্ধ করেছে লীনাকে। লীনা যে বই লিখেছেন সেখানে উত্তম কুমার প্রসঙ্গে সাবিত্রী বলেন উত্তম এবং তিনি দুটো আলাদা শরীর হলেও এক প্রাণ। তখন নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও তাঁর মনে হতো তিনি কিছু দিতে পারেননি। অথচ সাবিত্রী এও জানতেন যে উত্তম কুমার বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। তাই তখন তাঁর নিজেকে তৃতীয় ব্যক্তি মনে হতো। এবার ৮৫ তম জন্মদিনে সাবিত্রী নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন লীনা গঙ্গোপাধ্যায়কে।