বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘মানালি দে’ (Manali Dey)। ‘বউ কথা কও’ (Bou Kotha Kao) ধারাবাহিকে ‘মৌরি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক থেকে ধারাবাহিকে তাঁর অভিনয় ছাপ রেখে গেছে, একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন দর্শকদের। শুধু টেলিভিশনেই নয়, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন মানালি, অভিনয়ে তার পরিসর আরও বিস্তৃত হয়েছে।
জি বাংলায় তার শেষ ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’ নিয়ে দর্শকের প্রত্যাশা থাকলেও, সেটি টিকল মাত্র তিন মাস। বছরের শুরুতেই প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অবাক হন। শুরুর দিকে যে ধরনের গল্পের প্রতিশ্রুতি ছিল, বাস্তবে তা ধরে রাখতে না পারার কারণেই মাঝপথে থেমে যায় বলে মত বিশেষজ্ঞদের। এই ধারাবাহিক ব্যর্থ হলেও মানালির প্রতি দর্শকের ভালোবাসা এতটুকুও কমেনি।
এই খবরে এখন টেলিপাড়ায় ফের জল্পনা, মানালি আবার নতুন ধারাবাহিকে ফিরছেন! যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে অভিনেত্রীর ঘন ঘন সমাজ মাধ্যমে পোস্ট আর ইন্ডাস্ট্রিতে তাঁর ফেরার গুঞ্জন একসঙ্গে মিলিয়ে অনেকেই ধরে নিচ্ছেন, খুব শিগগিরই পর্দায় দেখা যাবে মানালিকে। এর আগে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, ফলে তাঁর কামব্যাক নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
তবে নতুন ধারাবাহিকে নয়, আপাতত মানালি দে ফিরছেন বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে। অতিথি হিসেবে আসছেন তিনি, এবং সেই খবর নিজেই জানিয়েছেন সমাজ মাধ্যমে। কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন মানালি। ক্যাপশনে লেখেন, “আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।” এই ঘোষণার পর থেকেই তাঁর ভক্তরা আনন্দে ঢেউ।
আরও পড়ুনঃ ৩০ জুলাইয়ের পর আর দেখা যাবে না ‘গীতা এলএলবি’? স্টার জলসার টাইমস্লটে আসছে নতুন চমক!
অভিনেত্রীর পোশাক থেকেই স্পষ্ট, তিনি নৃত্য পরিবেশন করতে চলেছেন। সব মিলিয়ে ছোটপর্দায় মানালির প্রত্যাবর্তন মানেই বিশেষ কিছু। একসময়ের ধারাবাহিক কুইন এখন একটু অন্যভাবে ফিরলেও, দর্শকের মনে তাঁর জায়গা বরাবরই এক। এখন দেখার অপেক্ষা, ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে তিনি কতটা আলো ছড়ান, আর সেই আলো থেকেই হয়তো জোর কদমে ফিরবেন নতুন কোনও ধারাবাহিকে—নতুন গল্পে, নতুন চরিত্রে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।