তিনি ব্যতিক্রমী! জুনিয়র অভিনেতাদের কষ্ট দূর করতে বিরাট বড় পদক্ষেপ নিলেন পরিচালক মানসী সিনহা

টলিউডে বিশেষত টেলিভিশনের ছোটো পর্দায় অতি জনপ্রিয় মুখ তিনি। বর্তমানে, কেবল তিনি অভিনেত্রীই নন, একজন সফল পরিচালকও বটে। পরিচালক হিসাবে তিনি পরিচালনার জগতে পা রাখেন ‘এটা আমাদের গল্প’ সিনেমার মাধ্যমে। চলতি মাসের ৩০শে ডিসেম্বর এই অভিনেত্রীর দ্বিতীয় ছবি মুক্তি পেল প্রেক্ষাগৃহে। সিনেমার নাম ‘৫ নং স্বপ্নময় লেন’। হ্যাঁ, কথা বলছি অভিনেত্রী, পরিচালক মানসী সিনহার (Manashi Sinha)।

এই সিনেমায় দেখতে পাওয়া যাচ্ছে অর্জুন চক্রবর্তী, খরাজ বন্দোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অন্বেষা হাজরা প্রমুখকে। সোশ্যাল মিডিয়ার একটি পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী এই সিনেমা বানাতে গিয়ে কেমন অভিজ্ঞতা করেছেন সেই কথাও ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে। ইন্টারভিউয়ে পরিচালক বলেন, এই ছবির জন্য বহুজনের অডিশন নিয়েছেন, তার মধ্যে বেছে নিয়েছেন ৫১টা নতুন মুখ। এরই সঙ্গে বানিয়ে ফেলেছেন আস্ত একটি ডেটাবেস। পরিচালক মানসী বলেন, “আমার এই ছবিতে অডিশনের মাধ্যমে ৫১ জনকে কাস্ট করেছি। তার মধ্যে সায়ন ( ছবির অন্যতম প্রধান পুরুষ চরিত্র ) একজন। আমার এই ছবির কাস্টিং হচ্ছে ১০১ জন।”

Manashi Sinha

ইন্টারভিউয়ে নানা কথার মাধ্যমে অভিনেত্রী আরও জানান, “আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যাঁরা সুযোগের অভাবে জুনিয়র আর্টিস্ট হিসেবে ট্রিটেড হয় বছরের পর বছর। অথবা একটা সিনে একটা ডায়লগের রোল পায়। এটা আমি নিজে দেখেছি আমার এত বছরের কেরিয়ারে। থিয়েটারের অনেক গুণী গুণী মানুষকে দেখেছি এভাবে। তাঁরা বলেছেন শুরু তো করি। কিন্তু ওখানেই আটকে গেছেন। আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যাম্প করে দেয়। যে একটা সিনে একটা ডায়লগ করেছে তার পক্ষে বড় রোল পাওয়া খুব চাপের। তাঁরা জানেন না এটা, তাঁরা ভাবেন এটা শুরু। কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে। আমার এটা খারাপ লাগত।”

অভিনেত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে বেশ কিছুটা হলেও টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে খারাপ লাগা ব্যক্ত করেছেন। পরিচালক মানষী ৫নং-এর অভিজ্ঞতা নিয়ে আরও বলেন, “আমি আর শুভঙ্কর ঠিক করি আমাদের ছবিতে অনেক কাস্টিং থাকবে এবং আমরা সেটা অডিশনের মাধ্যমে সিলেক্ট করব। ৫ নং করার আগে একটা অডিশন নিয়েছিলাম সেখানে অডিশন দেন ৭৫০ জন। তার থেকে আমরা নিয়েছি ১০৫ জনকে। আর এই ছবিতে ৫১ জন কাজ করেছেন। বাকিরা পাইপলাইনে। আবারও একটা অডিশন নিয়েছি সেখানে ১৩৫৯ জন অডিশন দিয়েছেন। এবার আমরা এখান থেকে শর্টলিস্ট করব জানুয়ারি মাসে সেটা আমাদের আগামী ৩ ছবির জন্য।”

Manashi Sinha

আরও পড়ুনঃ আনন্দীর বুদ্ধিতে বাজিমাত! ফিরল হারানো শিশু, ফাঁস নন্দিনীর ষ’ড়যন্ত্র, নতুন দায়িত্ব আর প্রতিজ্ঞা নিয়ে এগোচ্ছে আনন্দী|

অভিনেত্রীর এই অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে টলিউড পাড়ার। পরিচালকের এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনের জন্য ব্যাঙ্কিং হচ্ছে। এর ফলে, টলিউড পরবর্তী কালে ভালো অভিনেতা অভিনেত্রী পেতে পারেন বলেই আশা করেন মানসী সিনহা।

You cannot copy content of this page