ক্যামেরার সামনে ঝলমলে হাসি, সংলাপের পর সংলাপ আর পর্দা জুড়ে অভিনয়ের দাপট—এইটুকুতেই শেষ নয় তারকাদের জীবন। শুটিং ফ্লোরের বাইরে তাঁদেরও থাকে একেবারে সাধারণ মানুষের মতোই লড়াই, টানাপোড়েন, সিদ্ধান্ত আর না বলা বহু গল্প। কখনও সেই ব্যক্তিগত জীবনের কথা উঠে আসে সাক্ষাৎকারে, কখনও বা কোনও মন্তব্যে। আর সেখান থেকেই শুরু হয় নতুন আলোচনা, নতুন কৌতূহল।
এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই টেলিভিশনে কাজ করছেন তিনি। দর্শকরা সাধারণত তাঁকে খলনায়িকার চরিত্রেই বেশি দেখে অভ্যস্ত। ধারাবাহিকের পর ধারাবাহিকে তাঁর শক্তিশালী অভিনয় নজর কেড়েছে। কাজের পাশাপাশি সংসার সামলানো, দুই সন্তানের দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবন মানসীর।
মানসীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। বহুবারই উঠে এসেছে তাঁর ক্যামেরার বাইরের সংসারের কথা। তবে একটি বিষয় বরাবরই চোখে পড়েছে দর্শকদের—কখনওই তাঁকে স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। কোনও অনুষ্ঠান, কোনও সোশ্যাল ইভেন্ট বা সাক্ষাৎকারেও হাজির হননি তাঁর বর। এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেই একাধিকবার জানিয়েছেন, তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে একেবারেই পছন্দ করেন না, তাই তিনি সম্পূর্ণ আড়ালেই থাকতে স্বচ্ছন্দ।
সম্প্রতি এক মন্তব্যে নতুন করে চর্চায় মানসী সেনগুপ্ত। অভিনেত্রী সোজাসাপ্টা ভাষায় বলেছেন, “বিয়ে না করাই ভালো। যদি আগের সময়ে ফিরে যেতে পারতাম, তাহলে বিয়ে করতাম না। লিভ-ইন করতাম। আর সন্তান জন্মের জন্য বিয়ের প্রয়োজন নেই।” তাঁর এই বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপ স্পষ্ট বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ “ভগবান একটা ‘শক্তি’… তোমার যদি ভাগ্য থাকে, কম প্রতিভা নিয়েও তুমি চূড়ায় পৌঁছবে”— সরস্বতীকে ‘কামের দেবী’ বলে ধর্মীয় বিতর্কে জড়ানো অম্বরীশ ভট্টাচার্য কি এবার বিশ্বাস আর ভাগ্যের নতুন ব্যাখ্যার দিকেই ইঙ্গিত দিলেন?
মানসীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই টলিপাড়ায় আলোড়ন পড়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁর দাম্পত্য জীবনে কোনও সমস্যা রয়েছে? নাকি শুধুই নিজের জীবনের উপলব্ধি থেকে এমন মত প্রকাশ করেছেন অভিনেত্রী? যদিও এ বিষয়ে মানসী আর কোনও ব্যাখ্যা দেননি। তবু তাঁর স্পষ্টভাষী মন্তব্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, আর তা নিয়ে জল্পনা যে আপাতত থামছে না, তা বলাই বাহুল্য।






