বাংলা কাঁপিয়ে এবার বলিউডে কি নতুন সফর শুরু করছেন ‘কথা’ ধারাবাহিকের খলনায়িকা, মেঘা দাঁ? শুরু বলিউডে ডেবিউয়ের প্রস্তুতি!

বাংলা ধারাবাহিক জগতে খলনায়িকা মানেই এক আলাদা জনপ্রিয়তা। অনেক সময় এমন কিছু চরিত্র থাকে, যেগুলোতে নেতিবাচক হলেও অভিনেত্রীর অভিনয়ের দক্ষতা দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেয়। ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন মেঘা দাঁ। একসময় নায়িকা চরিত্রে কাজ করলেও এখন তাঁর পরিচিতি মূলত ধারাবাহিকের খলনায়িকা হিসেবেই। তবে হঠাৎ করেই সম্প্রতি ইনস্টাগ্রামে এক ছবি ঘিরে নয়া জল্পনার সৃষ্টি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে।

ইনস্টাগ্রামে মেঘা দাঁ একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি বৃষ্টিতে ভিজছেন। ছবির ক্যাপশনে লেখা, “মুম্বইয়ের বারিশ”। অর্থাৎ এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন মুম্বইয়ে। কিন্তু কেন? একটি প্রোমোশনাল ট্রিপ, না কি অন্য কিছু? একথা স্পষ্ট করে মেঘা কিছু বলেননি। তবে এই একটি ছবিই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। অভিনেত্রীর ভক্তদের অনেকেই ভাবছেন, তবে কি এবার নতুন কোনও বড় কাজের জন্যই মুম্বই গিয়েছেন তিনি?

মেঘা দাঁর কেরিয়ার শুরু হয় ‘পিলু’ ধারাবাহিক দিয়ে, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘কথা’ ধারাবাহিকে তাঁকে খলনায়িকার ভূমিকায় দেখা যায়, আর এই চরিত্রেই তাঁর জনপ্রিয়তা চরমে পৌঁছায়। অভিনয়ে তাঁর দক্ষতা নিয়ে দর্শকের কোনো সন্দেহ নেই। তাই অনেকেই মনে করছেন, হয়তো এবার মেঘার পালা বলিউডে পা রাখার। কারণ আগেও বহু বাংলা ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী মুম্বইয়ের হিন্দি সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছেন।

মেঘা দাঁ এখনও পর্যন্ত তাঁর মুম্বই সফর নিয়ে কিছু জানাননি। না কোনও প্রজেক্টের কথা বলেছেন, না কোনো শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন। তবুও দর্শক, অনুরাগী, এমনকি টেলি-ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, তিনি হয়তো নতুন কোনও হিন্দি ধারাবাহিক বা ওয়েব সিরিজের প্রজেক্ট নিয়ে মুম্বই গিয়েছেন। কারণ, শুধুমাত্র বেড়াতে গিয়ে মুম্বইয়ের মতো শহরের ছবি কেউ “বৃষ্টির” সঙ্গে জুড়ে দেন না।

আরও পড়ুনঃ বাংলা চলচ্চিত্রের ‘লক্ষ্মী’র নিঃসঙ্গ বিদায়! রবি ঘোষের স্ত্রী থেকে বাংলার বিস্মৃত নায়িকা, নামের মতোই হঠাৎ বদলে যায় জীবন! ১৬ তে অভিনয় শুরু, ৪২-এই জীবন শেষ অনুভা গুপ্তর! অভিনেত্রীর মৃত্যু আজও এক রহস্য টলিউডে!

যদিও এই মুহূর্তে স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে টেলিভিশন দুনিয়ায় অভিনেতাদের মুম্বই সফর মানেই সাধারণত নতুন কাজের ইঙ্গিত বহন করে। অনেক সময় প্রযোজকদের সঙ্গে মিটিং বা অডিশনের জন্যই কলকাতার অভিনেতারা পাড়ি দেন মুম্বইয়ে। সেক্ষেত্রে মেঘার এই সফরও কি তেমনই কোনও দিশা দিচ্ছে? উত্তর ভবিষ্যতেই মিলবে। তবে একথা বলা যেতেই পারে, বাংলা টেলিভিশনের ‘খলনায়িকা’ এবার হয়তো নিজেকে আরও বড় পর্দায় প্রমাণ করার জন্য প্রস্তুত হচ্ছেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page