টলিপাড়া বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও নতুন প্রেম, কখনও বিচ্ছেদের গুঞ্জন, আবার কখনও গভীর রাতের রহস্যময় ঘটনা ঘিরে চর্চা থামে না। সম্প্রতি শহরের এক অভিজাত পার্টিকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সেখানে উপস্থিত ছিলেন নামী অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে প্রভাবশালী শিল্পপতিরা। বাইরে থেকে সবকিছু ঝলমলে দেখালেও ভেতরে নাকি ছিল একেবারে অন্য ছবি।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেই পার্টিতে টলিপাড়ার এক পরিচিত নায়িকার আচরণ সকলের নজর কাড়ে। তিনি নাকি এক শিল্পপতির সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটান। হাসি গল্প এবং আলাপচারিতা ক্রমেই এমন জায়গায় পৌঁছয়, যা উপস্থিত অনেকের চোখে পড়ে। পার্টিতে থাকা কয়েকজনের মতে, এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুঞ্জনও দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও চমকপ্রদ বিষয় হল, শোনা যাচ্ছে ওই শিল্পপতি নাকি অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। ফলে এই ঘটনাকে ঘিরে দ্বিধা ও প্রশ্ন আরও বেড়েছে। কেউ কেউ বলছেন, তাহলে কি সেই সম্পর্ক ভাঙনের পথে। আবার কেউ মনে করছেন, সবটাই হয়তো মুহূর্তের আবেগ। তবে শিল্পমহলে এমন আলোচনা যে আগুনের মতো ছড়ায়, তা বলাই বাহুল্য।
এদিকে নায়িকাও বিবাহিত হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, তাঁর দাম্পত্য জীবন নাকি খুব একটা মসৃণ যাচ্ছে না। তাই অনেকেই অনুমান করছেন, মানসিক অস্থিরতা থেকেই এমন আচরণ হয়ে থাকতে পারে। নায়িকার ঘনিষ্ঠ মহলের একাংশ এই ঘটনায় খুব একটা অবাক হননি বলেও শোনা যাচ্ছে।
আরও পড়ুনঃ যাঁকে ঘিরেই ছিল সমস্ত ভরসা, সে বিদায় নিল নিঃশব্দে! জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারানোর শূন্যতায় শো’কে কাতর কাঞ্চনা মৈত্র!
সব মিলিয়ে এই রহস্যময় রাত এখন টলিপাড়ার আলোচনার শীর্ষে। সত্যিই কি কোনও সম্পর্কের সমীকরণ বদলাতে চলেছে, নাকি সবটাই কেবল গুঞ্জন, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, তারকাদের ব্যক্তিগত মুহূর্তও যে মুহূর্তে শিরোনাম হয়ে উঠতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।






