‘গজা,গজা গোসাবার গজা’, এবার নৌকায় দাঁড়িয়ে সাদা গজা বিক্রি করছেন মীর আফসার আলী,কিনবেন নাকি?

যারা যারা সোশ্যাল মিডিয়া রয়েছেন তারা এতদিনে নিশ্চয়ই সবাই শুনে ফেলেছেন বাদাম বাদাম গানটি। বীরভূমের দুবরাজপুর এর বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এইগান এখন সত্যিই ভুবন বিখ্যাত। এই গানের রিমিক্স ভার্সন তৈরি হয়েছে এবং এখন ভুবন বাধ্যকর এতটাই বিখ্যাত হয়ে গেছেন যে তিনি কলকাতায় এসে বিভিন্ন জায়গায় শো করছেন।এমনকি তিনি এও ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না তাহলে সেটা তার কাছে লজ্জার ব্যাপার হবে।

এহেন ভুবন বাদ্যকর কে নিয়ে মাতামাতির মধ্যে নতুন ভিডিও নিয়ে চলে এলেন বিখ্যাত কমেডিয়ান মীর আফসার আলী। তার করা ভিডিওতে ছোঁয়া রয়েছে এই বাদাম বাদাম গানের। বর্তমানে সুন্দরবনের গোসাবায় কাজের সূত্রে রয়েছেন মীর।

আর সেখান থেকে কিছুক্ষণ আগে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে গোসাবার বিখ্যাত সাদা গজা হাতে নিয়ে। সেই সঙ্গে তিনি মজার সুরে গাইতে গাইতে বলছেন গজা গজা গোসাবার গজা। তার এই ভিডিওটি দেখে হাসিতে লুটোপুটি খাচ্ছে লোকজন।

বোঝাই যাচ্ছে মীর পুরোপুরি মজার ছলে ভিডিওটি করেছেন। বাদাম বাদাম গানটি এখন এতটাই বিখ্যাত হয়ে গিয়েছে যে সেই সুরেই মানুষ বিভিন্ন গান গেয়ে ফেলছেন। মীরও নিজেকে আটকে রাখতে পারেননি এই ধরনের গান গাওয়া থেকে।

You cannot copy content of this page