ভাবা যায়? সিদ্ধার্থের দুঃখে পানি পানি গানে নাচছে আমাদের আদরের মিঠাই!
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। রাত আটটা বাজতেই সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে মা কাকিমারা বসে পড়েন জিবাংলা সামনে মিঠাই এবং সিদ্ধার্থের কীর্তিকলাপ দেখতে। মিঠাইয়ের সারল্যমাখা অভিনয় এই সিরিয়ালের টিআরপিকে সবসময় উঁচুতে রাখে।
এই মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু কিন্তু বাস্তবেও অত্যন্ত জনপ্রিয়। এর বয়স একদম অল্প কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা আকাশ ছুঁয়েছে। তার নামে চলে অজস্র ফ্যান ক্লাব। আমাদের মিঠাই কিন্তু শুধু অভিনয়ে পারদর্শী না। সে এখন রীতিমত মিষ্টি বানাতে শিখে গেছে।
তবে জানেন কি সৌমিতৃষা কত সুন্দর নাচতে পারেন? নাচের ছোট্ট ভিডিও তিনি প্রায়শই ইনস্টাগ্রামে আপলোড করে থাকেন এবং সেগুলো যথেষ্ট ভাইরাল হয়।
এবার জি বাংলা অফিশিয়ালের ইন্সটাগ্রাম পেজে দেখা গেল মিঠাইয়ের নৃত্য প্রতিভার ঝলক। বাদশার পানি পানি গানে তিনি করলেন চুটিয়ে নাচ। সেই নাচের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তার উচ্ছে বাবু তাকে এখনো ছোঁয়নি বলে তার মনে কিন্তু অনেক দুঃখ।
View this post on Instagram
এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং মিঠাইয়ের অনুরাগীরা তাকে কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।