স্টার জলসার খড়ির স্টাইলকে হুবহু কপি করছে জি বাংলার মিঠাই-উর্মি! ক্ষোভ গাঁটছড়ার ভক্তদের
বিনোদন বলতে আমরা এখন বুঝি স্টার জলসা আর জি বাংলা। সেয়ানে সেয়ানে টক্কর চলছে দুই চ্যানেলের। এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ। আজ স্টার জলসা নতুন সিরিয়াল নিয়ে আসছে তো কাল জিবাংলা এনে হাজির করছে আর এক সিরিয়াল।
এতে করে মজা হচ্ছে দর্শকদেরই। তারা বিভিন্ন রকমের কনটেন্ট এবং কলাকুশলীদের অভিনয় দক্ষতা দেখতে পাচ্ছেন একসাথে। তবে সম্প্রতি জি বাংলার সিরিয়াল গুলো কে ছাপিয়ে টিআরপি রেটিং তালিকা একদম উপরে উঠে এসেছে স্টার জলসার গাঁটছড়া। খড়ি চরিত্রে সোলাঙ্কির অভিনয় সাধারণ মানুষের এতটাই মন কেড়েছে যে মিঠাই তার সঙ্গে পাল্লা দিতে পারছে না।
তবে এবার গাঁটছড়ার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জি বাংলার উদ্দেশ্যে একটা বড়সড় অভিযোগ আনল।আমাদের খড়ির স্টাইল একদম আলাদা, ঋদ্ধিমান কে বিয়ে করার পর আমরা দেখতে পাচ্ছি খড়ি তার মাথায় গুঁজে রেখেছে একটি চন্দ্রমল্লিকা যেটা তার স্টাইল স্টেটমেন্টকে অন্য মাত্রা দিচ্ছে।
অন্যদিকে, গাঁটছড়া ভক্তরা অভিযোগ করছে যে খড়ির এই স্টাইলকেই কপি করেছে জি বাংলার মিঠাই আর উর্মি। ইতিমধ্যেই মিঠাইতে দেখানো হয়েছে দোল উৎসব পর্ব, সেখানে দেখা গেছে মিঠাইও নিজের মাথায় গুঁজেছে চন্দ্রমল্লিকা।
আবার এই পথ যদি না শেষ হয় এর যে দোলের প্রোমো এসেছে সেখানে দেখা যাচ্ছে উর্মিও নিজের মাথায় গোলাপি চন্দ্রমল্লিকা গুঁজেছে।এই গাঁটছড়ার ভক্তরা মজা করে বলছেন যে শেষপর্যন্ত কিনা খড়ির কাছ থেকে উর্মি মিঠাই কে স্টাইল স্টেটমেন্ট ধার করতে হচ্ছে।
অনেকে তো আবার লিখেছেন যে এবছর স্টার জলসা সেরা পরিবার অ্যাওয়ার্ডে সেরা স্টাইল আইকন হিসেবে খড়ি পুরস্কৃত হবে। তার কারণ তার স্টাইল স্টেটমেন্টকেই তো প্রতিযোগী চ্যানেলের নায়িকারা ব্যবহার করছে।