খড়ির ফুল পাতা লতা ব্লাউজ কপি করে নিল মিতুল! ‘ইন্দ্রর বৌ হয়ে এটা করতে পারল মিতুল?’, কটাক্ষ করছেন নেটিজেনরা

জি বাংলার নতুন ধারাবাহিক খেলনা বাড়ি। শুরু হয়েছে এক মাস হল এবং এর মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সন্ধ্যে সাড়ে ছটার স্লট দখল করে নিয়েছে এই ধারাবাহিক। তবে পরের পরের সপ্তাহে আসবে শক্ত প্রতিপক্ষ। সাহেবের চিঠির সঙ্গে লড়তে হবে খেলনা বাড়িকে।

তবে ইতিমধ্যেই মিতুল নিজের শক্তপোক্ত চরিত্রকে মেলে ধরেছে ইন্দ্রের পরিবারের সামনে। তাকে অনেকে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না গরীব পুতুল বিক্রেতা হওয়ার কারণে।কিন্তু মিতুল একদিন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং ইন্দ্রের ভালোবাসা সে পাবেই। সেটাও জানতে পারবে যে গুগলি তারই মেয়ে আসলে।

তবে এবার একটা নতুন অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায়। গাঁটছড়া ধারাবাহিকের খড়িকে আমরা দেখে থাকি ফুল লতা পাতা পাখি আঁকা ব্লাউজ পরতে। এবার ঠিক একই ধরনের ব্লাউজ পরল মিতুল। তাই খড়ির ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কপি কপি বলে কটাক্ষ করছে।

যদিও একই ডিজাইনের জিনিস দুই ধারাবাহিকে নায়িকারা পরতেই পারেন। তবে হয়তো কিছুটা আলাদা রাখা হলে ভালো হতো। বিয়ের পর খুব সম্ভবত মিতুলের স্টাইল আবার পাল্টে দেওয়া হবে।তখন আশা করা যায় মিতুল কপি করেছে খড়িকে এটা শুনতে হবে না।

You cannot copy content of this page