উড়ন্ত সিঁদুরে সিঁথি রাঙ্গা হলো প্রিয়াঙ্কার! তবে কি এত করেও ঋষির সঙ্গে তার বিয়েটা আটকাতে পারল না পিহু?মনফাগুনে আসছে জমজমাট পর্ব

স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল মনফাগুন।ঋষি পিহুর ভালোবাসার সাক্ষী আমরা অনেকদিন ধরেই হয়ে আসছি। যদিও বিহু জানতে পেরেছে যে ঋষিই হলো তার টুবাই দা। কিন্তু ঋষি এখনো জানতে পারেনি যে মিস বৃষ্টিবাড়িই আসলে তার প্রিয়দর্শিনী।

বর্তমানে আমরা সকলেই জানি যে পিহুকে উদ্ধার করে নিয়ে এসেছে ঋষি। সেইসঙ্গে সোমরাজ এবং যুধাজিতের কীর্তি সকলের সামনে চলে এসেছে।অন্যদিকে সোমরাজ ধরা পড়ে গেছে জানতে পেরে সমস্ত টাকা এবার বাগানে মাটি খুঁড়ে লুকিয়ে রাখবে।

আবার অন্যদিকে সৌমেন ছদ্মবেশে এসে জানিয়ে দেবে যে ঋষির বাবাই পিহুর বাবা কে মেরেছিল। আবার তার আগে পিহু ঋষিকে জানায় যে ব্রজেশ মিত্রই তার বাবা। সব মিলিয়ে মন ফাগুনে টানটান উত্তেজনা চলছে।

এর মধ্যেই প্রিয়াঙ্কা এত কিছু সহ্য করতে না পেরে বিয়ের মণ্ডপ থেকে পালায় আর রাস্তায় একটি গাড়ির সামনে পড়ে। আগামীকালের এপিসোডে দেখা যাবে যে, প্রিয়াঙ্কাকে যে লোকটি বাঁচাবেন তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে আবার আসবেন বিয়ের মন্ডপে।

তখন প্রিয়াঙ্কা চিৎকার চেঁচামেচি করবে যে তাকে কেন বাঁচানো হলো? এ সময় উপর থেকে ঝাড়বাতি পড়তে দেখে ওই লোকটি প্রিয়াঙ্কাকে যখন ধাক্কা মেরে সরিয়ে দেবে তখন থালা উল্টে সিঁদুর উড়ে গিয়ে পড়বে প্রিয়াঙ্কার মাথায়।

অর্থাৎ প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল এই লোকটির সঙ্গে এরকমটাই দেখানো হবে আগামী দিনের এপিসোডে। এর পরবর্তীতে পিহু ঋষির সঙ্গে কী করে সেটাই দেখার।

You cannot copy content of this page