বিগত কয়েক বছরে টলিউডে কাজের সুযোগ কমে যাওয়া, বদলে যাওয়া ট্রেন্ড আর নতুন মুখের আনাগোনা—এই সব মিলিয়ে ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখই আজ হারিয়ে গিয়েছেন আলো থেকে। কেউ প্রতিবাদ করছেন সরব হয়ে, কেউ বা চুপচাপ আড়ালেই। তবে এই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত, যিনি এক সময় ওয়েব সিরিজ এবং ছবিতে দর্শকদের মন জয় করেছিলেন। এবার তিনি নিজেই জানালেন, প্রায় তিন বছর ধরে শুটিং ফ্লোরেই যাননি!
কিছু দিন আগেই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য প্রকাশ্যে জানান, গত তিন মাস ধরে তাঁর হাতে কাজ নেই। তার আগেই সামাজিক মাধ্যমে দীর্ঘদিন কাজ না পাওয়া নিয়ে শ্রীলেখা মিত্র লেখেন নিজের অভিজ্ঞতার কথা। ঠিক সেই পথেই এবার ক্ষোভ উগরে দিলেন মৌমিতা। তাঁর দাবি, ২০২৩ সালে শেষ বার তিনি কোনও ছবির শুটিং করেছেন। ছবির নাম ছিল ‘সূর্য’। তার পর থেকে কোনও সিরিয়াল, ওয়েব সিরিজ বা ছবির প্রস্তাব তিনি পাননি।
এই দীর্ঘ বিরতির পিছনে কারণ কী? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌমিতা বলেন, “অনেকেই অভিনয়ের প্রশংসা করেন, কিন্তু কাজ দেন না। কেন দেন না, আমি নিজেও জানি না।” এরপরেই অভিনেত্রী স্পষ্ট করে বলেন, পারিশ্রমিক নিয়ে দরাদরি করার মতো অবস্থায় তিনি নেই। “১০ বছর আগে যে টাকা পেতাম, আজও কি সেই টাকাতেই কাজ করব?”—এই প্রশ্নও তোলেন তিনি। তাঁর কথায়, এই কারণেই অনেক কাজ হাতছাড়া হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মৌমিতা লেখেন, “‘সূর্য’ (২০২৩) ছিল আমার শেষ ছবি। আজ ২০২৫ শেষ হতে চলেছে। দু’বছর ফ্লোরে যাইনি, উপার্জনও করিনি। তবু কেউ আমাকে নিয়ে কিছু বলেনি বা লেখেনি।” এই লেখার মাধ্যমে মৌমিতা যেন পরোক্ষভাবে অনির্বাণের তিন মাস কাজ না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া আলোচনার দিকেই ইঙ্গিত দিলেন।
আরও পড়ুনঃ “ক্যা’ন্সা’রে ভুগেছি, কিন্তু ডিপ্রে’শনে নয়!”—মিঠু চক্রবর্তীর সাহসী স্বীকারোক্তি! ক্যা’ন্সার ছিল প্রথম ধাক্কা, শরীরে বাসা বেঁধেছিল আরও দু’টি মা’রণরো’গ! ক্যামেরা ছাড়ার কারণ শুধু ক্যা’ন্সার ছিল না, মিঠু জানালেন অজানা সত্য!
তবে এই অবস্থাতেও থেমে থাকেননি অভিনেত্রী। বর্তমানে তিনি দূরদর্শনের একটি কমেডি সিরিজ ‘হরিঘোষের গোয়াল’-এ কাজ করছেন। সেটাই এখন তাঁর আয়ের একমাত্র ভরসা। বহু অভিজ্ঞতা, প্রশংসা, এমনকি সফল কাজের তালিকা থাকলেও শুধুমাত্র প্রথা না মানার কারণে কীভাবে টলিউডে ‘উপেক্ষিত’ হয়ে যেতে হয়—তার প্রমাণ হয়ে উঠেছেন মৌমিতা পণ্ডিত।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।