বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় মুখ অভিনেত্রী ‘সমতা দাস’ (Samata Das), বিগত দুই দশক ধরে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন নিজের অভিনয় দিয়ে। তবে তাঁর কেরিয়ারের শুরুটা ছিল একেবারে অন্যরকম। ছোট পর্দায় শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় ‘গৌরি এলো’ (Gouri Elo) ধারাবাহিকে। এরপর তাঁকে বেশ কিছুদিন দেখা না যাওয়ার পর, সম্প্রতি স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরে আসছেন তিনি।
নতুন প্রোমোতে দেখা গেছে, সমতা এবার এক নতুন চরিত্রে অভিনয় করবেন, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। যদিও দর্শকরা তাঁর চরিত্র দেখে ধারণা করছেন, সমতা এবার নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন। এতদিন ধরে সমতাকে দর্শকরা মা অথবা কাকিমার মতো পারিবারিক চরিত্রে দেখে এসেছেন, তবে এবার কিছুটা ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে আগেও তাঁকে দেখা গেছে।
তবে দীর্ঘদিন পর আবারও এক নতুন ধরনের চরিত্রে তিনি ফিরছেন এবং তার জন্য অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার আমি খুব ভক্ত। অনেকদিন এক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এবার যে চরিত্র পেয়েছি, সেটা অনেক আলাদা এবং দর্শকেরাও খুবই পছন্দ করবেন। তবে আমি এটাও বলছি না যে, আগের চরিত্রগুলি খারাপ ছিল।” এতদিন পর কেন সমতাকে ছোট পর্দায় দেখা যায়নি।
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কারণে তিনি কিছুটা সময়ের জন্য অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলেন। তাঁর জীবনে রয়েছে এক অজানা অধ্যায়। যেমন ১৮ বছর বয়সে তিনি পালিয়ে বিয়ে করেন, তখন তাঁর পরিবার একেবারেই মেনে নেয়নি। এই ঘটনায় তাঁর ব্যক্তিগত জীবনে বেশ প্রভাব পড়ে, যার ফলে অভিনয়ের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। এখন অবশ্য সেই দিনগুলি কেবল স্মৃতি হয়ে আছে।
আরও পড়ুনঃ রাঙামতির কামাল! তীর মেরে ব্যাঙ্ক ডাকাতি আটকিয়ে গুন্ডাদের হাত থেকে একলব্যকে রক্ষা করল রাঙামতি!
সমতা মনে করেন যে, সে সময়টা তাঁর জীবনের একজন শিক্ষক হিসেবে কাজ করেছে। তিনি জীবনের প্রতিটি সিদ্ধান্তেই সন্তুষ্ট, কারণ তিনি মনে করেন অনেকের চেয়ে জীবনে সুখী তিনি। তাঁর কণ্ঠে আক্ষেপ নেই বরং তিনি মনে করেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে, যার বয়স এখন দু’বছর। একজন সুখী গৃহিণীর পর তিনি আবারও দর্শকদের কাছে ফিরেছেন নতুন চরিত্রে। আপনাদের এই নতুন চরিত্র কেমন লাগছে? জানাতে ভুলবেন না কিন্তু।