দুর্গাপুজোর আনন্দের মাঝেই শো’কের ছায়া! টলিউড অভিনেত্রীর বাগদত্তার রহস্যমৃ’ত্যু, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! বাড়ি থেকেই ঝুল’ন্ত দে’হ উদ্ধার, পেছনে রয়েছে অভিনেত্রীর হাত?

চারিদিকে ঢাকের বাদ্দি আর আলোর রোশনাই, রাস্তায় রাস্তায় মানুষের ভিড় চোখে দেখার মতো। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের আনন্দের মাঝে হঠাৎ করেই টলিউডে (Tollywood Sad News) ভেসে এল এক শো’কবার্তা। এই মুহূর্তে এক তরুণের অকালমৃ’ত্যু ঘিরে তোলপাড় নেটপাড়া থেকে শুরু করে চলচ্চিত্র মহল। শুরুতে ঘটনাটিকে অনেকেই স্বাভাবিক দুর্ঘটনা বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, মৃ’ত্যুর আগে একটি ভিডিও বার্তা রেকর্ড করে গিয়েছিল সে।

সেই ভিডিওই এখন পুরো ঘটনার কেন্দ্রে। ভিডিওর সূত্রেই প্রথম উঠে আসে মানসিক অশান্তির প্রসঙ্গ। জানা যায়, অতীতের কিছু ভুলভ্রান্তি তাঁকে তাড়া করত। যেখান থেকে মুক্তি পাচ্ছিল না সে। তাঁর ঘনিষ্ঠদের মতে, সেই অপরাধবোধের সঙ্গেই যোগ হয়েছিল ব্যক্তিগত টানাপড়েন এবং আর্থিক অনিশ্চয়তা। সব মিলিয়েই ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল সেই তরুণ। পুলিশের প্রাথমিক অনুমানও সেই দিকেই ইঙ্গিত করছে।

ঘটনার দিন সকালবেলা সে যেমনভাবে রোজ বেরিয়ে যেত, সেভাবেই প্রতিদিনের মতো ১১টায় পর পর দু’জনকে বাইরে বেরোতে দেখে কারও মনে বিন্দুমাত্র আঁচ ছিল না আসন্ন বিপদের। অভিনেত্রী বাড়ি ফিরে প্রথম ঝু’লন্ত অবস্থায় দেখতে পান হবু স্বামীকে। দিনের শেষে হঠাৎই ওই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যান কাছের মানুষজন। স্বাভাবিক ভাবেই শুরু হয় পুলিশের তদন্ত। ভিডিও বার্তা ছাড়াও, অন্য কোনও সূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপাতত মৃ’তদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃ’ত্যু ঘিরে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও উঠছে নানা প্রশ্ন। বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠদের নজরে এসেছিল, সে নাকি অতীতের প্রেম ভুলে উঠতে পারছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছিল চরম অর্থনৈতিক চাপও, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর জীবনে। এই কারণেই হয়তো শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত বলে মনে করছে তদন্তকারী দল। নিশ্চই জানতে ইচ্ছে করছে, কেন তাঁর মৃ’ত্যুতে টলিউডের যোগসূত্র রয়েছে?

আরও পড়ুনঃ “মানুষ তো গ্রামে যেতে ভয় পাবে!” “লীনা গাঙ্গুলীর সিরিয়ালে গ্রামে গেলেই জোর করে বিয়ে হয়!” “স্বতন্ত্রের জন্য কত মেয়ে বিয়ে ছাড়া বুড়ি হয়ে গেল!”— চিরসখা’র নতুন মোড় নিয়ে লেখিকাকে কটাক্ষ নেটিজেনদের! ধারাবাহিকের প্লটে আবারও গ্রামীণ জোর করে বিয়ের বিরুদ্ধে জমছে ক্ষোভ !

আসলে যাঁর মৃত্যু ঘিরে এত আলোড়ন, তাঁর নাম সাওয়াই সিং। তাঁর বাগদত্তা হলেন টলিউড অর্থাৎ তেলুগু চলচ্চিত্র জগতের অভিনেত্রী সোহানী কুমারী। রাজস্থানের বাসিন্দা এই তরুণ গত বছরের জুলাই মাসে বাগদান সেরেছিল এই অভিনেত্রীর সঙ্গে। এরপর থেকে দু’জনই একসঙ্গে ভাড়া ফ্ল্যাটে থাকতেন হায়দরাবাদের জুবিলি হিলসে। সেখানেই ২৯শে সেপ্টেম্বর ঘটে এই ম’র্মান্তিক ঘটনা। এর পেছনে অভিনেত্রীর কোন হাত থাকতে পারে কিনা, এখন সেই তথ্যই খুঁজছে পুলিশ।

durga puja

You cannot copy content of this page