বিনোদন জগতে পর্দার বাইরে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতুহল সবসময়ই বেশি থেকে। ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘নন্দিনী দত্ত’ (Nandini Dutta) আর ‘তিতিক্ষা দাস’-এর (Titiksha Das) নাম নিয়ে সম্প্রতি নানা বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে রেষারেষি, যা কখনও কখনও এতটাই চড়া সুরে পৌঁছাচ্ছে যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কটূক্তি চলছে। অথচ নন্দিনী ও তিতিক্ষা দুজনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব নেই। বরং এই ধরনের অনর্থক টানাপোড়েনকে তাঁরা একেবারেই গুরুত্ব দিতে চান না।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিক। সেই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নন্দিনী ও তিতিক্ষা। পর্দার বাইরে তাঁদের সম্পর্কও ছিল একেবারে বোনের মতো। তাই আকস্মিকভাবে তাঁদের মধ্যে দূরত্ব নিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয়েছে নানা কানাঘুষো। তবে বিতর্ক বাড়তে থাকায় দুজনেই আলাদা করে নিজেদের বক্তব্য প্রকাশ করেন। তিতিক্ষা স্পষ্ট করেছেন যে তিনি এই বিতর্কে জড়িত নন, অন্যদিকে নন্দিনীও সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।
একটি ভিডিও বার্তায় নন্দিনী জানিয়েছেন, তাঁর নামে অনেক খারাপ মন্তব্য হলেও তিনি সেগুলি সহ্য করবেন, কিন্তু পরিবারকে নিয়ে আক্রমণ হলে তিনি কোনওভাবেই চুপ থাকবেন না। তাঁর কথায়, এই ইন্ডাস্ট্রিতে প্রতিটি মানুষই নিজের পরিশ্রমে পরিচিতি গড়তে আসেন, কারও সঙ্গে প্রতিযোগিতা করতে নয়। তাই ফ্যান পেজগুলির মধ্যস্থতায় তৈরি হওয়া কৃত্রিম প্রতিযোগিতা তিনি মোটেই মেনে নেন না। যদি কোথাও তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের প্রমাণ পান, তবে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবেন না বলে জানান তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নন্দিনী আরও বলেন, “আমি নিজের মুখে যে কথা বলিনি, যে কাজ করিনি সেই নিয়ে কথা বলাটাই সাজে না। ফ্যান পেজদের মধ্যে বাকবিতণ্ডাকে গুরুত্ব কখনও দিই না। কিন্তু যদি ব্যক্তিগত আক্রমণের কথা উঠে আসে তাহলে তো মুখ বুজে থাকব না। এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যা বুঝেছি, আমার কম্পিটিশন আমিই! রোজ সেরাটা দেওয়ার চেষ্টা করি, যাতে আজকের থেকে ভালো হয় কাল।” তাঁর মতে, কার স্ক্রিন টাইম বেশি কিংবা দর্শক কাকে বেশি পছন্দ করছেন— এসব নিয়ে মাথা ঘামালে উন্নতি সম্ভব নয়।
আরও পড়ুনঃ বুড়ো বয়সে স্বতন্ত্রকে নিয়ে টানাটানি! চিরতরে নিভে গেল স্বতন্ত্র-কমলিনীর একসাথে থাকার স্বপ্ন! অন্য নারীর হাতে নিজের প্রেমকে তুলে দেবে ত্যাগী কমলিনী! ‘চিরসখা’য় নতুন করে ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত!
সবশেষে নন্দিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর জীবনে প্রতিযোগী বলতে একমাত্র তিনি নিজেই। প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করেন তিনি, তাই অন্য কারও সঙ্গে তুলনা টেনে যদি তাঁর নাম জড়ানো হয়, তাতে তাঁর কিছু যায় ক্ষতি হবে না। কিন্তু সেই তুলনা যেন ব্যক্তিগত জীবনে আঘাত না করে। বর্তমানে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, আর সেই চরিত্রেই দর্শকদের আনন্দ দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। নন্দিনীর কথা, অযথা বিতর্ক নিয়ে সময় নষ্ট করার কোনও কারণই তিনি দেখেন না।