বিধবা হবে শ্যামা, মারা যাচ্ছে নিখিল! কৃষ্ণকলিতে আসছে টুইস্টের পর টুইস্ট

সন্ধ্যে হলেই টিভির সামনে হাজির হন দর্শকেরা তাদের পছন্দের ধারাবাহিক দেখতে। তেমনি প্রতিদিন সন্ধ্যে ৭ টা মানেই জি বাংলার মেগা ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। তা দেখতে উদগ্রীব হয়ে থাকেন ধারাবাহিক প্রিয় দর্শকেরা। কিন্তু সম্প্রতি জানা গেল এই ধারাবাহিক সম্পর্কিত নতুন তথ্য।

এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায় এবং বিপরীত অর্থাৎ নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। তারা তাদের অভিনয়ের দ্বারা দর্শকের মন জয় করে নিয়েছেন। তাই বরাবরই জনপ্রিয়তার শীর্ষেই থাকে এই ধারাবাহিক।

যেখানে শ্যামার গায়ে রঙ কালো হলেও সে দারুণ কীর্তন গান গায়। সুখে দুঃখে সে তার পরিবারের পাশে থাকে। সব বিপদ থেকে সে পরিবারকে আগলে রাখে। কয়েকমাস আগে এই ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন ঘটেছে শ্যামা এবং নিখিলের ছেলে, মেয়ে হিসাবে। কিন্তু এবার কৃষ্ণকলি ধারাবাহিকে নতুন মোড় আসতে চলেছে।

সম্প্রতি শোনা গেছে, কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিল চরিত্রের যাত্রা শেষ হবে। অর্থাৎ এই চরিত্রে অভিনয় করতে আর দেখা যাবে না নীল ভট্টাচার্যকে। ধারাবাহিকে তার মৃত্যু দেখানো হবে।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নীলের রয়েছে বেশ ফলোয়ার। প্রায়শই তিনি সেখানে নানা ধরনের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। তার অনেক অনুগামী আছে যারা তাকে ভালবেসেই এই ধারাবাহিকটি দেখেন। তবে তার অনুগামীদের মন খারাপ করার কোনও কারণ নেই। এই ধারাবাহিকে তার যাত্রা শেষ হবে ঠিকই তবে খুব শিগগিরি তাকে দেখা যাবে অন্য রূপে, অন্য কোনও ধারাবাহিকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Tolly Time (@tolly_time)

You cannot copy content of this page