টলিপাড়ার পরিচিত নাম ‘শৈলী ভট্টাচার্য’ (Shaili Bhattacharjee) । ছোট থেকেই অভিনয়ের প্রতি তার অগাধ ভালোবাসা। মাত্র ছয় বছর বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয় তার, তবে প্রকৃত জনপ্রিয়তা আসে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে “বর্ষা”র (Barsha) চরিত্রে অভিনয় করার পর। ধারাবাহিকে তার সংলাপ, অভিব্যক্তি, আর অভিনয়ের দক্ষতা দর্শকদের মন জয় করে নিয়েছে। বর্ষা চরিত্রে তার অভিনয় কখনো রাগী, কখনো বুদ্ধিদীপ্ত, কখনো বা আবেগময়—সব মিলিয়ে পর্দায় এক নতুন স্বাদ এনে দিয়েছে তিনি।
অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। শৈলীর প্রথম অভিনয়ের হাতেখড়ি হয় তার মায়ের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বিহঙ্গম’-এ। এরপর কলেজ শেষ করেই তিনি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছ থেকে প্রথম সুযোগ পান অভিনয়ে। ছবির আর ওয়েব সিরিজের জগৎ সম্পর্কে ধারণা থাকলেও ধারাবাহিকের জগৎ ছিল তার কাছে নতুন। তবে তিনি কখনো পিছু হটেননি, বরং প্রতিটি চরিত্রেই নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন।
সম্প্রতি জি-বাংলার সোনার সংসার (Zee Bangla Sonar Sansar) পুরস্কারে ‘সেরা ননদ’ (Best Sister-in-law) বিভাগে পুরস্কৃত হয়েছেন শৈলী। এটি তার অভিনয় জীবনের প্রথম পুরস্কার, যা পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেই মনে করেন তিনি। পুরস্কার হাতে পাওয়ার পর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, স্টেজে উঠে বাথরুমে রিহার্সাল দেওয়া কথাগুলোও বলতে পারেননি! তবে দর্শকদের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
আরও পড়ুনঃ “ভদ্রলোকের সংস্কৃতি নষ্ট করছে এরা!” ‘কথা’–তে অগ্নি-কথার দৃষ্টিকটু রোম্যান্স? ‘অতি-ঘনিষ্ঠ’ দৃশ্য নিয়ে দর্শকমহলে তীব্র ক্ষোভ!
নিজের ইনস্টাগ্রাম পোস্টে শৈলী জানান, পুরস্কার নেওয়ার মুহূর্তে তিনি তার পরিচালক অনুপ চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, এবং গোটা টিমের উচ্ছ্বাস দেখে আপ্লুত হয়ে পড়েন। স্কুল জীবনে তাৎক্ষণিক অভিনয়ের জন্য অনেক পুরস্কার পেলেও, এটি একেবারেই অন্যরকম অনুভূতি। কারণ, এটি তার অভিনয় কেরিয়ারের প্রথম বড় স্বীকৃতি। ছোটবেলায় বাবা-মা অভিনয়ে খুব একটা আগ্রহী না থাকলেও, তার বাবা সবসময় পাশে থেকেছেন, শুটিংয়ে নিয়ে গেছেন, শিখিয়েছেন সময়ের মূল্য।
তাই আজকের এই প্রাপ্তির পেছনে বাবা-মার অবদান অনস্বীকার্য।পুরস্কার পেয়ে আপ্লুত শৈলী দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। তিনি মনে করেন, এই যাত্রা এখনও অনেকটা বাকি। সামনে আরও বড় বড় চরিত্র, আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান তিনি। তাই দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই তিনি এগিয়ে যেতে চান অভিনয়ের এই সফরে।