“নেতাজির পর কোনও চরিত্র তেমন মনে হয়নি, একই চরিত্রে আটকে যেতে চাই না!” “বিবেকানন্দের চরিত্রের প্রস্তাব এসেছিল দু’বার, কিন্তু টাইপকাস্ট হয়ে চাইনি বলে ফিরিয়ে দিয়েছি!” ছোট পর্দার ছোট্ট নেতাজি অঙ্কিতকে মনে আছে আপনাদের?

বাংলার ছোটপর্দার দর্শকদের কাছে একসময় ‘ছোট নেতাজি’ (Netaji) ছিল এক বিশেষ ভালোবাসার চরিত্র। সেই চরিত্রের মাধ্যমে যিনি সকলের মন জয় করেছিলেন, তিনি ‘অঙ্কিত মজুমদার’ (Ankit Mazumder)। অল্প বয়সেই বড় চরিত্রের দায়িত্ব সামলে নেওয়ার অভিজ্ঞতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। যদিও সে সময় হয়তো তিনি বুঝতে পারেননি এই যাত্রা কতটা গুরুত্বপূর্ণ, তবে পরবর্তীকালে অভিনয়ের জগৎ তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আজও দর্শকদের মনে নেতাজির চরিত্রের সেই ঝলক অমলিন হয়ে আছে।

সম্প্রতি অঙ্কিত আবারও সামনে এসেছিলেন এক সাক্ষাৎকারে। এখন তিনি বছর সতেরোর কিশোর, ক্লাস ইলেভেনের পড়ুয়া। সাক্ষাৎকারে নিজের বাড়ি, বইয়ের সম্ভার, হাতে লেখা গল্প আর আঁকাআঁকির খাতা তুলে ধরেন তিনি। এই সময়ে পড়াশোনা, নতুন নতুন চরিত্রে কাজের প্রস্তুতি এবং অভিনয়ের অভিজ্ঞতা— সবকিছু মিলিয়ে দিনগুলো কাটছে বেশ ব্যস্ততায়। তবে এই ব্যস্ততার মাঝেও অঙ্কিত স্পষ্ট জানিয়ে দেন, অভিনয় তাঁর কাছে নিছক পেশা নয়, বরং নিঃশ্বাসের মতো অপরিহার্য।

তাঁর কথায়, “অভিনয় ছাড়া আমি বাঁচতে পারব না, ওটা আমার নিঃশ্বাসের মতো। অনেকদিন যখন ফাঁকা থাকে একটা চরিত্র শেষ করার পর, সেই ফাঁকা সময়টা আমি সহ্য করতে পারি না, যেন দম বন্ধ হয়ে আসে।” উল্লেখ্য, অঙ্কিতের অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল মাত্র চার বছর বয়সে। প্রথম দিকে সে অভিনয়ের প্রতি তেমন টান অনুভব করেননি, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন চরিত্রে কাজ করার পর অভিনয়ই হয়ে ওঠে তাঁর প্রথম প্রেম। সেই ভালোবাসাই তাঁকে বারবার নতুন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করেছে।

একসময় তিনি নেতাজির চরিত্রে ঝড় তুলেছিলেন, কিন্তু পরবর্তীতে একই ধাঁচের চরিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন সচেতনভাবে। তাঁর বক্তব্য, একঘেয়ে বা স্টেরিওটাইপ চরিত্রের ফাঁদে পড়তে চান না তিনি। তাইই হয়তো দুবার বিবেকানন্দের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তা গ্রহণ করেননি। অঙ্কিত জানায়, “নেতাজির চরিত্রের কাছাকাছি আর কোনও চরিত্র যেতে পারবে বলে আমার মনে হয়নি, আমি চেষ্টাও করিনি। আমার কাছে দুবার বিবেকানন্দের চরিত্রে অভিনয় প্রস্তাব এসেছিল।

একবার নেতাজি করাকালীন এবং আরও একবার একটু বড় বয়সে, কিন্তু আমি করিনি। মূলত কোনদিনও চাইনি, একই চরিত্রে টাইপকাস্ট বা স্টেরিওটাইপ হয়ে যেতে। তারপর যখন ওয়েব সিরিজ করা শুরু করলাম, ‘মোহমায়া’ সিরিজে সাইকো কিলারের অভিনয় করেছি। ‘দশম অবতার’ সিরিজেও খানিকটা একই রকম, আবারও সেই টাইপকাস্ট হতে চাইনি বলে অপেক্ষা করছি নতুন ধরনের চরিত্রের।” সাম্প্রতিক সময়ে অঙ্কিত নিজের অভিনয় ক্ষমতাকে নতুনভাবে পরীক্ষার মধ্য দিয়ে যেতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ “ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে…” সায়কের হঠাৎ অসু’স্থতার খবর ভক্তদের মধ্যে আ’তঙ্ক! কিছুদিন আগেই জানিয়েছিলেন চরম অসু’স্থতার খবর, এবার নতুন পোস্টে বাড়ছে দুশ্চিন্তা! কী হয়েছে অভিনেতার?

দর্শকরা তাঁকে যেভাবেই চিনুক না কেন, অঙ্কিত নিশ্চিত—নিজের স্বকীয়তা ও বৈচিত্র্যপূর্ণ কাজের মাধ্যমে তিনি আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন। আজকের এই তরুণ শিল্পী ভবিষ্যতে আরও অনেক নতুন চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন। শুধু অভিনয় নয়, একদিন পরিচালনার দায়িত্বও নিতে চান তিনি। গল্পের ভেতর থেকে গল্প বলা তাঁর ইচ্ছে। যদিও দর্শকদের কাছে তিনি আজীবন ‘ছোট নেতাজি’ হিসেবেই থেকে যাবেন, তবুও সময়ের সঙ্গে নিজের অভিনয় এবং শিল্পচর্চার মাধ্যমে এক ভিন্ন উচ্চতায় পৌঁছতে চান অঙ্কিত।

You cannot copy content of this page