এক সময় সকলের প্রিয় ‘ত্রিনয়নী’ আজ বাংলার অন্যতম সুপরিচিত অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বর্তমানে এই অভিনেত্রী সুশীল মিডিয়ার জগতে কিংবা বিনোদন জগতে তার অভিনয় দক্ষতার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
‘রাঙা বউ’, ‘দেশের মাটি’, ‘ত্রিনয়নী’-এর মত ফেমাস ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি। তবে এই মুহূর্তে সেই অর্থে অভিনেত্রীকে ছোট পর্দায় দেখা না গেলেও চলতি বছরের আসন্ন মাসের ১১ তারিখে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’ সিনেমাতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
বলাই বাহুল্য শ্রুতি তার অভিনয়ে জীবনে কঠোর পরিশ্রমের পর দেখেছেন সফলতার মুখ। এদিকে আবার কেরিয়ারের পাশাপাশি অভিনেত্রী ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছেন বেশ কিছুটা ধাপ। শ্রুতি তাঁর ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে বিবাহ করেছেন।
কিন্তু এখন শোনা যাচ্ছে নাকি স্বর্ণেন্দু-শ্রুতি সংসারে এসেছে । কে সেই নতুন সদস্য? নতুন অতিথির রূপের স্মৃতির ঘর আলো করে হাজির হয়েছেন শ্রীরাম ভক্ত হনুমানজী। ইতিমধ্যে নতুন সদস্যের নামকরণও হয়ে গেছে। অভিনেত্রী নাম রেখেছেন ‘বজরংগী’।
আরও পড়ুনঃ খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!
আর সোশ্যাল মিডিয়ায় নতুন অতিথি বজরংগী’র ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “সবাইকে রক্ষা করো। আমাদের বাড়ির নতুন সদস্য। ওঁর নাম “বজরংগী”জয় শ্রী রাম। জয় বজরংবলি”। এছাড়াও, অভিনেত্রীকে বিভিন্ন পূজা-অর্চনার দিনে ছবি শেয়ার করতে দেখা যায় সমাজ মাধ্যমে।
খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!