মোদক পরিবারে কালো ছায়া! টেসবুড়ির শয়তানিতে ভাগ হতে চলেছে ‘মিঠাই’ এর ব্যবসা

বাংলার অন্যতম সেরা সিরিয়াল মিঠাইয়ে টুইস্ট এসেছে গল্পে। ঠিক এই কারণেই বেশ কয়েক মাস ধরেই জনপ্রিয়তার নিরিখে সেরা মিঠাই। এবার আবার নতুন একটি এপিসোড চাঞ্চল্য সৃষ্টি করলো সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের একনিষ্ঠ ভক্তদের মনে।

সম্প্রতি দেখা গিয়েছে ধারাবাহিকের দুটি অন্যতম নেগেটিভ চরিত্র তোর্সা এবং সোম বাসি মিষ্টি বিক্রি করতে শুরু করেছে। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই মোদক পরিবারের মান-সম্মান মিশতে চলেছে ধুলোয়। ফলে ব্যবসা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের কর্তা। এতে মনে মনে বেশ কষ্ট পেয়েছে মূল চরিত্র মিঠাই।

ব্যবসা ভাগ করে নেওয়ার শর্ত মেনে নিয়েছে তোর্সা এবং সোম। তবুও মিঠাইয়ের একনিষ্ঠ ভক্তদের ধারণা কোনওভাবে মিঠাই এই সিদ্ধান্তটি আটকে দিতে পারে। সেই আশাতেই রয়েছেন তাঁরা। এমনিতেই মিঠাইয়ের মা মারা যাওয়ার পর থেকে মিঠাইয়ের মানসিক কষ্ট দেখে নিজেদের ঠিক রাখতে পারছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এবং মিঠাইয়ের নিয়মিত দর্শকরা। তার উপরে আবার ব্যবসা ভাগ করার এই ঝামেলাতে অবাক হয়েছেন তাঁরাও।

You cannot copy content of this page