এখনকার নায়করা একটা ছবি হিট হলে নিজেদের কেউকেটা ভাবে! আগেকার দিনে এমন হত না! বাঙালিদের নিয়ে মুখ খুললেন মৌসুমী চ্যাটার্জি।

‘কথা কিছু কিছু বুঝে নিতে হয়,..’-গানের এই কলি আজও বাঙালিদের মুখে মুখে ঘুরে বেরায়। প্রাণবন্ত এই অভিনেত্রী যিনি কিনা আজও বাঙালি সিনেমা দর্শকদের স্মৃতিতে উজ্জল নক্ষত্রের মত হয়ে রয়েছেন তিনি হলেন কিংবদন্তী বর্ষীয়মান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। ওগো বধূ সুন্দরী থেকে শুরু করে বিধিলিপি এমনকি পরবর্তীকালে এই অভিনেত্রীর অভিনয় দক্ষতার দাপট দেখা গিয়েছে বলিউড জগতে। কাপুর বংশের নায়কদের থেকে শুরু করে অমিতাভ বচ্চন এক সময়ে কেউই বাদ ছিল না তাঁর নায়কদের তালিকায়। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রীকে সেই অর্থে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছে বলিউডের অন্যতম হিট সিনেমা ‘পিকু’তে।

বর্তমানে অভিনেত্রী ছবির কাজের জন্য রয়েছেন কলকাতায়। দীর্ঘ আট বছর পর অভিনেত্রী মৌসুমী এলেন এই তিলোত্তমায়। বেশ অনেকগুলো বছরের বিরতির পর অভিনেত্রীকে সিনেমার দর্শকেরা আবারও দেখতে চলেছেন বড় পর্দায়। বর্ষীয়মান অভিনেত্রী কলকাতায় থাকার দরুন সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন।অভিনেত্রীর এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবনের নানান স্মরণীয় মুহূর্তের ঘটনা।

Mousumi Chatterjee, Bengali Cinema, Tollywood, Bollywood, Bengali Actress, মৌসুমী চ্যাটার্জি, বাংলা সিনেমা

 

এই মুহূর্তে চুপিসারে চলছে ‘আড়ি’ ছবির শুটিং। আর সেই কাজের জন্যই আসা কলকাতায়। সাক্ষাৎকারের শুরুতেই কার্যত প্রায় কোন কথাই বলতে দিলেন না সাক্ষাৎকারীকে স্বয়ং অভিনেত্রী, এতটাই প্রাণখোলা মানসিকতার তিনি। সকলকে সহজে করে নিতে পারেন আপন। কথায় কোথায় অভিনেত্রী বলেন, “আমি রঞ্জিতবাবুকে এখনও আপনি করে কথা বলি”।

জীবনে কখনো বড় আঘাত পেলে, তা কি করে সামলানো যায়? সাক্ষাৎকারী এই প্রশ্ন করাতে অভিনেত্রী বললেন, “আমার মনে হয় যদি তুমি স্প্রিরিচুয়ালিজমে বিশ্বাস করো, নদীকে দেখে যদি তোমার সমুদ্রের কথা মনে পড়ে। তাহলে তোমার কিছু আসবে-যাবে না।” এই কথার প্রসঙ্গ ধরে অভিনেত্রী নিজে থেকেই বলেন, পায়েল আমার বড় মেয়ে, খুব অল্প বয়সেই মারা গেল। কিন্তু বেঁচে থাকলে আরো ভুগবে হতো ওকে।” এই বলে খানিক শোক প্রকাশ করলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ বিবাহ সম্পন্ন আদৃত-শুভর, শুরুর প্রথম দিনেই কোথায় হারিয়ে গেল শুভ?

নানা কথার মধ্যে অভিনেত্রী আজকের অভিনেতাদের সঙ্গে সেকালের অভিনেতাদের তফাত করে বলেন, এখনকার নায়কেরা একটা হিট দিয়েছি কী দেয়নি তা নিয়েই নিজেদের বিরাট কিছু ভাবেন কিন্তু আগেকার কেউ এমন ছিল না। সাক্ষাৎকারের মধ্যেই অভিনেত্রী সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি প্রশংসায় হলেন পঞ্চমুখ। বেঙ্গালুরুতে শুটিং এর সময় সাপ ধরেছিলেন, তখন তার স্বামী বলেছিলেন “এই তুমি এক্ষুনি সাপ ফেলো নয়তো আমি ডিভোর্স দেবো” এই ধরনের নানা স্মৃতিচারণায় ভেসে গেলেন অভিনেত্রী। যশ-নুসরতের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘ভীষণ ঝুঁকিপূর্ণ সময়তে ওরা রয়েছে”। প্রায় সবকিছু নিয়ে প্রাণখোলা আড্ডা দিয়ে মন কেড়ে নিয়েছেন দর্শকদের।

Notifications Powered By Aplu