‘ফোলা ঠোঁট দেখে মনে হচ্ছে ভীমরুল কামড়েছে!’ নুসরতের রিল দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

আবার একবার সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী নুসরত জাহান। এমনিতেই তিনি বরাবর সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকেন। এবার আবার অন্য কারণে ভাইরাল হলেন তিনি।

আসলে নায়িকা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি রিল শেয়ার করেছিলেন। সেখানে তাঁর ঠোঁট যথেষ্ট ফোলা লাগছে। আর সেটা নিয়েই শুরু আলোচনা। বড় ঠোঁট নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার তিনি। আসলে লিপ জব করালেই এমন ঠোঁট মোটা হয়ে যায়। কিন্তু সেটা ভালোভাবে গ্রহণ করলো না কেউই।

তবে নায়িকা যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি ক্যামেরা ফিল্টার ব্যবহার করেছেন। তাই তাঁকে দেখতে অন্যরকম লাগছে। তবে সেটায় বিশেষ পাত্তা দেয়নি কেউই।

আলোচনা একের পর এক হয়েই যাচ্ছে। কেউ বলছে এটা ঠোঁট বাপ রে বাপ। আবার কেউ বলছে ঠোঁট দেখেই আর তাকাতে চাইছে না সে। আবার কেউ সেই ঠোঁটকে বেলুনের সঙ্গে তুলনা করল। বললো যে এ আপনার ঠোঁট না বেলুন? কিন্তু নায়িকা এসব নিয়ে পাত্তা দেন না। তিনি এর আগেও অনেকবার নিজের জীবনের নানা সিদ্ধান্তের কারণে ভাইরাল হয়েছেন।

You cannot copy content of this page