“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!

স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান ‘রবিবার সঙ্গে জলসা পরিবার’ (Robibar Sangye Jalsha Parivaar) আবার ফিরছে দর্শকদের আবদারে। নতুন মৌসুমের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, আর সেই সঙ্গে জমে উঠেছে প্রস্তুতির আমেজ। বড়সড় সেট, ঝলমলে আলো আর উৎসবের রঙে মেতে উঠেছে জলসার সব জনপ্রিয় পরিবার। এবারের শুরুতেই দর্শকের নজর কেড়েছে ‘কথা’ ও ‘বুলেট সরোজিনী’ পরিবারের প্রাণবন্ত উপস্থিতি। দু’পক্ষই প্রায় কোমর বেঁধে নেমেছে লাখ টাকার প্রতিযোগিতায়। তাঁদের পথপ্রদর্শকের ভূমিকায় আছেন সঞ্চালক রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) এবং এই অনুষ্ঠানে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) প্রথমবারের মতো যুক্ত হলেন।

যদিও ঐন্দ্রিলা নতুন মুখ, তবু তাঁর স্বতঃস্ফূর্ততা আর প্রাণবন্ত উপস্থাপনা দেখে বোঝার উপায় নেই যে, এই শোতে এটাই তাঁর প্রথম অভিজ্ঞতা। তবে আনন্দময় এই আয়োজনের মাঝেই এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক সম্ভবত এদিন প্রতিযোগিতায় কাপড় কাচা সংক্রান্ত কোনও খেলা চলছিল। অফ ক্যামেরায় তখন সংবাদ মাধ্যম ঐন্দ্রিলাকে জিজ্ঞেস করে— সে কি কাপড় কাচতে জানেন? অভিনেত্রী কি অতীতে কোনদিনও কাপড় কেচেছেন? অভিনেত্রীর উত্তর অনেকের দৃষ্টিকটু লেগেছে!

এদিন উত্তর দিতে গিয়ে ঐন্দ্রিলা কিছুটা দাম্ভিকভাবে ঠাট্টাচ্ছলে বলেন, “আমার এই হাত দেখে কি মনে হচ্ছে আমি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!” মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট ক্লিপটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আনন্দের আবহ দ্রুত বদলে যায় সমালোচনার ঝড়ে, আর ঐন্দ্রিলার মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। সমালোচকদের একাংশের মতে, এই ধরনের উত্তর অহংকারের বহিঃপ্রকাশ এবং নিজের কাজ নিজে করতে না পারা কোনও গর্বের বিষয় নয়।

তাঁদের বক্তব্য, রান্না, কাপড় কাচা কিংবা ঘর পরিষ্কার— এগুলো কেবল গৃহস্থালির কাজ নয়, বরং জীবনের মৌলিক দক্ষতা। একজন যতই প্রতিষ্ঠিত বা জনপ্রিয় হোন না কেন, এই কাজগুলো করার সক্ষমতা থাকা জরুরি। কারও মতে, বিদেশের মতো দেশে, বহু সফল ও প্রতিষ্ঠিত মানুষও নিজের ব্যক্তিগত কাজ নিজেরাই করেন, যা তাদের স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রমাণ। আরও কিছু মন্তব্য এসেছে বেশ কটাক্ষের ভঙ্গিতে। কেউ লিখেছেন, “কাপড় কাচতে না পারাটা কোনও সম্মানের বিষয় নয়, বরং এটা লজ্জার।

Actress's Statement

কখন জীবনে কোন পরিস্থিতিতে পড়তে হয় কেউ বলতে পারে না।” অন্য একজনের মন্তব্য, “নিজের কাপড় নিজেই ধোয়ার জন্য আলাদা করে জন্মাতে হয় না। জীবনের প্রতিটি কাজ করার অভ্যাস থাকা উচিত।” কেউ আবার বলেছেন, “সুস্মিতা সেন বিশ্বসুন্দরী হয়েও বলেছিলেন তার প্রিয় কাজ বাসন মাজা, আপনি নিজেকে কি মনে করেন? আপনি কি নিজে জানেন, কিসের জন্য জন্মেছেন?” এমন কথাও বলা হয়েছে যে, কাজকে ছোট করে দেখা কিংবা তাকে অবহেলা করা এবং মানসিকতার প্রতিফলন।

আরও পড়ুনঃ দেব-শুভশ্রীর দারুণ সাফল্যমন্ডিত ‘ধূমকেতু’ মুক্তির দিনে নীরব রুক্মিণী! প্রথম দিনের উচ্ছ্বাসে প্রেমিকের পাশে নেই অভিনেত্রী, করলেন না একটি সোশ্যাল মিডিয়া পোস্টও! সত্যিই কি ভাঙছে দীর্ঘদিনের সম্পর্ক?

সব মিলিয়ে, একটি বিনোদনমূলক অনুষ্ঠানের শুটিং সেটে দেওয়া হালকা মেজাজের মন্তব্য এক মুহূর্তেই বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐন্দ্রিলার ভক্তরা অবশ্য বলছেন, হয়তো কথাটি মজার ছলে বলা হয়েছিল, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সমালোচকদের মতে, জনপ্রিয় মুখদের প্রতিটি মন্তব্য অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, কারণ সেটি খুব দ্রুত জনসমক্ষে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রমাণ হয়েছে, আজকের দিনে সেলিব্রিটিরা কেবল তাঁদের অভিনয় নয়, ব্যক্তিগত মন্তব্য ও আচরণের জন্যও সমানভাবে আলোচনায় থাকেন।

https://www.facebook.com/share/r/1B5jeJYoe2/

You cannot copy content of this page