অনির্বাণের পর এবার পরমব্রত! পিতৃকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতেই অনিশ্চয়তার মুখে তিনি! অভিনেতার কণ্ঠে শোনা গেল উদ্বেগের সুর! কাজ না পাওয়ার আশঙ্কা ঘিরে ধরছে একাধিক টলিউড ব্যক্তিত্বদের!

কিছুদিন আগেই টলিউডে (Tollywood) কাজ না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন অভিনেতা ‘অনির্বাণ ভট্টাচার্য’ (Anirban Bhattacharya)। ‘রঘু ডাকাত’-এর মতো ছবিতে অভিনয় করেও, সেই ছবির পর আর কোনও কাজের প্রস্তাব পাননি বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, পরিচালকদের ফেডারেশন নিয়ে চলা জটিলতার কারণে একাধিক শিল্পী পড়ছেন সমস্যায়। এবার সেই ইস্যুতে মুখ খুললেন আরেক জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক ‘পরমব্রত চট্টোপাধ্যায়’ (Parambrata Chatterjee)

সম্প্রতি পরিচালকদের তরফে তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন পরমব্রত নিজেও। সেখান থেকেই উঠল তাঁর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার প্রশ্ন। অনির্বাণের বক্তব্যের পর, সকলের নজর ছিল পরমব্রতের প্রতিক্রিয়ার দিকেই। তিনিও কি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন? জবাবে পরমব্রত জানান, “আমি পিতৃত্বকালীন ছুটিতে ছিলাম। এরপর কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম, সদ্যই ফিরেছি দেশে। এখনই না হলেও ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতে পারি কি না, সেটাই দেখার।”

অর্থাৎ, এখনই সমস্যা শুরু না হলেও, ভবিষ্যৎ যে অনিশ্চিত, সে আশঙ্কা অস্বীকার করছেন না অভিনেতা। তার কথাতেই স্পষ্ট, টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি এবং সংঘাতের প্রভাব পড়তে চলেছে বহু শিল্পীর কাজের উপর। প্রসঙ্গত, গত মাসেই পরমব্রত বাবা হয়েছেন। পুত্র সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলেন অপারেশন থিয়েটারেই। সেই মুহূর্ত দিয়েই বেশ কিছুদিন কাজ থেকে সম্পূর্ণ বিরতি নিয়ে শুধুই পরিবারকে সময় দিয়েছেন তিনি। একান্তে স্ত্রীর পাশে থাকছেন, সন্তানের শৈশবের প্রথম ক’টা দিন উপভোগ করেছেন।

সেই অভিজ্ঞতা তাঁর কাছে অমূল্য। এত অল্প বয়সে বাবা-মাকে হারানোর যন্ত্রণা তিনি নিজে অনুভব করেছেন বলেই, নিজের সন্তানের ক্ষেত্রে কোনও ভালোবাসার অভাব রাখতে চান না। তাই এক প্রকার নিজের কেরিয়ারকে বিরতি দিয়ে পরিবারের সঙ্গ বেছে নিয়েছিলেন তিনি। তবে এখন আবার ধীরে ধীরে কর্মক্ষেত্রে ফিরছেন পরমব্রত। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সোনার কেল্লায় যকের ধন’, যেখানে কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় নয়া রদবদল! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র আগমনে উল্টে গেল টিআরপি সমীকরণ! এবারও নিজের জায়গায় স্থির ‘পরশুরাম’, চমকে দিল ‘ফুলকি’! জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কে এগিয়ে কে পিছিয়ে?

বহুদিন পর কোয়েলের সঙ্গে জুটি হিসেবে পর্দায় ফেরায় দর্শকদের কৌতূহল থাকলেও, বক্স অফিসে ছবিটি বিশেষ সাড়া ফেলেনি। তাই আরও স্পষ্ট হয়ে উঠছে, পরমব্রতের ফেরার পরও তাঁকে কেন্দ্র করে অনিশ্চয়তা কাটেনি। একদিকে টলিউডের সংঘাত, অন্যদিকে ছবির ব্যর্থতা— সব মিলিয়ে অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে ফেরার পথ। এই মুহূর্তে ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বে বাংলা ইন্ডাস্ট্রি কার্যত দ্বিধাবিভক্ত। একে একে উঠে আসছে নানা শিল্পীর অসন্তোষ। অনির্বাণের পর এবার পরমব্রতর কথাতেও সেই অনিশ্চয়তার ছায়া!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।