টিআরপি তালিকায় নয়া রদবদল! ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র আগমনে উল্টে গেল টিআরপি সমীকরণ! এবারও নিজের জায়গায় স্থির ‘পরশুরাম’, চমকে দিল ‘ফুলকি’! জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কে এগিয়ে কে পিছিয়ে?

নতুন সপ্তাহে নতুন চমক! বাংলার ধারাবাহিক-প্রেমীদের মধ্যে টিআরপি (TRP) রেটিং নিয়ে উন্মাদনার শেষ নেই। এই সপ্তাহেও প্রকাশ্যে এলো নির্ধারিত ‘টিআরপি তালিকা’ (TRP List)। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কোন ধারাবাহিক শীর্ষস্থান ধরে রাখল, আর কে কে পিছিয়ে পড়ল—তা নিয়ে উৎসাহ রীতিমতো তুঙ্গে দর্শকমহলে।

আগের মতো এবারেও ৭.৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিজের স্থান অটুট রেখেছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok)। বাস্তবঘন কাহিনি, সমাজসংলগ্ন বার্তা এবং হিরোইজমে ভরপুর থাকার কারণেই ধারাবাহিকটি এখন বাংলা টেলিভিশনের শ্রেষ্ঠ নাম। প্রতিটি পর্বেই চমক থাকায় দর্শকদের চোখ এখনও আটকে রয়েছে এই ধারাবাহিকের দিকেই।

এই সপ্তাহে বড় চমক দিয়েছে ‘ফুলকি’ (Phulki)। ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই জি বাংলা ধারাবাহিক। ফুলকির রাজকুমারীর আসন ফিরে পাওয়া এবং রুদ্রর পরিণতি– সব মিলিয়ে দারুণ আবেগময় মুহূর্তগুলোই ধারাবাহিকটিকে এই সাফল্যের মুখ দেখিয়েছে। কিছুদিন আগেই সামান্য পিছিয়ে পড়লেও এবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ফুলকি।

এই সপ্তাহে তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এবং ‘চিরসখা’ (Chiroshokha)। ৬.৮ রেটিং পেয়ে দুটি ধারাবাহিকই টিআরপি তালিকার মাঝামাঝি স্থান দখল করেছে। দুর্গার অ্যাকশন, রহস্য এবং নায়িকার দৃঢ়তা যেমন দর্শক টেনেছে, তেমনই চিরসখায় কমলিনী-স্বতন্ত্রর বন্ধুত্ব ও সম্পর্কের সংলগ্নতাও মুগ্ধ করেছে এক শ্রেণির দর্শককে।

এই সপ্তাহে তালিকার চতুর্থ স্থানে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani), ৬.৭ পয়েন্ট নিয়ে এই ঐতিহাসিক ধারাবাহিক শুরুতেই সপাটে ছক্কা হাঁকালো। রাজনীতি, ষড়যন্ত্র এবং ‘রাজনন্দিনী’ অভিনীত রাণীর দৃঢ় চরিত্র উপস্থাপন প্রতি পর্বে দর্শকদের মন জয় করছে। জলসার পুরনো জৌলুসে ফিরে আসার বার্তা স্পষ্ট!

আরও পড়ুনঃ জীবনে হঠাৎ নেমে এলো কঠিন অসুখ—সায়ক চক্রবর্তীর পোস্টে উদ্বেগে ভক্তরা! কি হলো অভিনেতার?

পঞ্চম স্থানে এসেছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ৬.২ পয়েন্ট নিয়ে এই সিরিয়াল এবার তালিকার সেরা পাঁচে নিজের জায়গা করে নিয়েছে। পাশাপাশি ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘দাদামণি’, যেটি ৫.৮ পয়েন্ট পেয়েও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা —

TRP list of Bengali Television for 3rd Week of July | 10th July | Thursday | BT •• পরশুরাম 7.5 2nd •• ফুলকি 7.1 3rd •• জগদ্ধাত্রী, চিরসখা 6.8 4th •• রাণী ভবানী 6.7 5th •• রাঙামতি 6.2 Trending! দাদামণি 5.8

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।