অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে ঘিরে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার ঝড় উঠেছে। বিয়ের ভাঙনের কথা প্রথম প্রকাশ্যে আনেন প্রান্তিক নিজেই। এরপর থেকেই নানা প্রশ্নে তাঁকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। অঙ্কিতা এখন কাজের সূত্রে মুম্বইয়ে, আর প্রান্তিক রয়েছেন কলকাতায় এবং খুব বেশি পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে ঠিক কীভাবে সংসার ও কাজ সামলাচ্ছেন তিনি? সেই প্রশ্নের জবাবে প্রান্তিক জানান, তিনি ইচ্ছা করে কম কাজ করছেন এমন নয়। বছরে মোটামুটি পাঁচটা কাজ আসেই এবং যেগুলো আসে সেগুলো তিনি করার চেষ্টা করেন। তাঁর কথায়, অভিনয়ের কাজ অফিসের চাকরির মতো নয়; একটা কাজ করলেও তা প্রচার পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়।
প্রান্তিক বলেন, এখন একটি কাজ করলেও তা সম্প্রচার হতে সাত-আট মাস লেগে যায়। আর তার আগেই বহু জায়গায় ঘুরে কাজের কথা মানুষকে জানাতে হয়। এর পর দর্শক বুঝতে পারেন তিনি কাজ করছেন। তবে এই প্রচার–প্রচারণার লড়াই তিনি খুব একটা করতে চান না। নিজের মতো করে এগোনোকেই তিনি বেশি গুরুত্ব দেন।
সংসার চালানো কি কঠিন হয়ে পড়ে না? প্রান্তিকের সোজাসাপ্টা উত্তর—হয়েই থাকে। একটি কাজের পারিশ্রমিক পেলে সেটাকেই মাসের পর মাস ধরে ব্যবহার করতে হয়। তাঁর ভাষায়, অনেকটা ‘দিন আনি দিন খাই’ পরিস্থিতি তৈরি হয়, এবং সত্যিই বিষয়টি সহজ নয়।
আরও পড়ুনঃ ‘অসুস্থ মায়ের জন্য টাকাও পাঠাতে পারিনি’, হাতে কাজ না থাকায় বিক্রি করে দিতে হয়েছে ফ্ল্যাটও! দীর্ঘদিন কেন কাজ করেননি ছোট পর্দায়? নিজের কঠিন পরিস্থিতির কথা জানিয়ে ছোটপর্দায় ফিরে এলেন অভিনেত্রী অলিভিয়া সরকার
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বা ছবিতে তাঁকে খুব বেশি দেখা না গেলেও তাঁর নতুন ছবি ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সেখানে প্রান্তিকের সঙ্গে আছেন অর্পণ ঘোষাল এবং অলিভিয়া সরকার। অভিনয়ের জগতে টিকে থাকার লড়াইয়ের মাঝেও নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন তিনি।






