‘অসুস্থ মায়ের জন্য টাকাও পাঠাতে পারিনি’, হাতে কাজ না থাকায় বিক্রি করে দিতে হয়েছে ফ্ল্যাট‌ও! দীর্ঘদিন কেন কাজ করেননি ছোট পর্দায়? নিজের কঠিন পরিস্থিতির কথা জানিয়ে ছোটপর্দায় ফিরে এলেন অভিনেত্রী অলিভিয়া সরকার

ছয় বছর পর আবার ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’–তে নায়কের দিদির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। অনেকেই জানতে চাইছেন, এতদিন তিনি টেলিভিশন থেকে দূরে ছিলেন কেন। অলিভিয়া জানালেন, সিদ্ধান্তটি পুরোপুরি তাঁর নিজের, কারণ তিনি সবসময়ই বেছে বেছে কাজ করতে পছন্দ করেন এবং একসঙ্গে অনেক কাজ করতে স্বস্তি পান না।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জয়ী’ ধারাবাহিকে। এরপর বিভিন্ন প্রকল্পে কাজ করলেও ছোটপর্দায় ফেরেননি। অলিভিয়া বলেন, তাঁর মনে হয়েছিল তিনি যেন মেশিনের মতো নিরন্তর কাজ করে যাচ্ছেন। সেই চাপ এড়াতেই তিনি টেলিভিশন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন, যদিও অনেকেই মনে করেন ছোটপর্দা আর্থিকভাবে স্থিতিশীলতা দেয়।

আর্থিক সমস্যা হয়েছিল কি না, এই প্রশ্নে অলিভিয়া অকপটে বললেন—হ্যাঁ, সমস্যায় পড়েছিলেন। একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি, কিন্তু দেড় বছরের বেশি রাখতে পারেননি। বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়। অসুস্থ মায়ের জন্য বাড়িতে টাকা পাঠানোর প্রয়োজন ছিল, অথচ পর্যাপ্ত টাকাও পাঠাতে পারেননি, যা তাঁকে মানসিকভাবে আরও চাপে ফেলেছিল।

অতিরিক্ত কষ্টের মাঝেও নিজের জেদ ধরে রেখেছিলেন অভিনেত্রী। নিজের ক্ষমতা যাচাই করতে চেয়েছিলেন তিনি। অলিভিয়ার কথায়, এই কঠিন সময়টা পার করতে পারলে পরে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা তাঁর পক্ষে সহজ হবে—এই বিশ্বাসই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছিল।

আরও পড়ুনঃ সোহিনী-সপ্তর্ষির জীবনে রয়েছে সন্তান! কেন এতদিন আনেননি প্রকাশ্যে! বহুদিনের গোপনে রাখার পর, সন্তানের পরিচয় নিয়ে অবশেষে মুখ খুললেন বাবা! জানেন, তারকা দম্পতির সন্তানের কি নাম? এতদিন ধরে কোথায় আছে সে?

এখন নতুন ধারাবাহিকে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া। চরিত্রটি পুরোপুরি ইতিবাচক বা নেতিবাচক নয়, বরং দুয়ের মাঝামাঝি। দর্শক দেখলে বুঝতে পারবেন চরিত্রটির যুক্তি কতটা শক্তিশালী। অলিভিয়া জানিয়েছেন, এই ভূমিকায় অভিনয় করতে তিনি বেশ আনন্দ পাচ্ছেন এবং দীর্ঘ বিরতির পর আবার কাজ শুরু করতে পেরে আত্মবিশ্বাসী অনুভব করছেন।

You cannot copy content of this page