আবার বিয়ে করছেন প্রসেনজিৎ? পাত্রী নাকি ঋতুপর্ণা!
শিরোনাম পড়েই চমকে গেলেন তো? সত্যি এটা তো অবিশ্বাস্য। আজ ভ্যালেন্টাইন্স ডে। সিনেমা জগতে প্রেমের আমেজ। তার মধ্যে আবার টলিপাড়ায় উত্তাল হয়ে উঠেছে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে। সকাল সকাল এমন খবর দেখলে উত্তেজনা কি আর ধরে রাখা যায়? তাঁর নাকি বিয়ে। তাও আবার দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেই। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন যে “সকলের নিমন্ত্রণ রইল। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য”। সেই ছবিতে রীতিমতো বুম্বাদাকে জড়িয়ে ধরে রয়েছেন ঋতুপর্ণা। অবাক সবাই!
এমন সুন্দর দিনে কি তাহলে আবার বিয়ে করতে চলেছেন তাঁরা? আর তার মধ্যে আবার সেই ডিজিটাল নিমন্ত্রণ পত্রে লেখা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এতেই সবার মাথায় হাত। গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা নিয়ে তাঁরা আবার এগিয়ে যেতে চান, এমনই লেখেন নায়ক। এদিকে বিয়ের পাকা দেখা থেকে শুরু করে সব দায়িত্ব নিজেই সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে আবার আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার প্রেমের গুঞ্জন কি তবে সত্যি? যদিও এখনও তিনি খোলসা করে এ বিষয়ে বলেননি। তবে, সূত্র মারফত জানা যাচ্ছে এ বিয়ে সে বিয়ে নয়। এটি তো ফিল্মি বিয়ে।
এক দীর্ঘ সময় পর অনস্ক্রিনে প্রাক্তন সিনেমার মাধ্যমে দেখা গিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার রোম্যান্স। তারপর আবার রিল দুনিয়ায় ফিরতে চলেছে এই জুটি। রিল লাইফে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছে এই জুটি। তবে সেই সিনেমার নাম কী সে বিষয়ে জানা যায়নি।
View this post on Instagram